promotional_ad

লাইন-লেংথই মূল অস্ত্র বিপ্লবের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিষেকে কতো বোলারই চার-পাঁচ উইকেট নিয়ে ফেলেন। সেখানে আমিনুল ইসলাম বিপ্লবের অভিষেকে নেয়া দুই উইকেট বিশেষ কিছু নয়। তবে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বল হাতে লাইন-লেংথ বজায় রেখে প্রশংসা কুড়িয়েছিলেন এই তরুণ লেগ স্পিনার।


এই লাইন-লেংথকেই নিজের অস্ত্র করছেন বিপ্লব। সোমবার (১৪ অক্টোবর) ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এই লেগি জানিয়েছেন, একজন লেগ স্পিনার হিসেবে তাঁর মূল কাজই হচ্ছে জায়গা মতো বল করা। এটা করতে পারলেই কেবল বোলিংয়ে নানা বিচিত্র যোগ করা সম্ভব। তাই সেই পথেই হাঁটছেন তিনি।



promotional_ad

বিপ্লব বলেছেন, 'আশা করছি লেগ স্পিন দিয়েই ব্যাটসম্যানদের ঘায়েল করতে পারব। তবে বলে বৈচিত্র্য থাকা প্রয়োজন, যেটা দিয়ে ব্যাটসম্যানদের মানসিকতার পরীক্ষা নেয়া যায়। ব্যাটসম্যান দ্বিধায় থাকবে এখন লেগ স্পিন নাকি গুগলি হবে। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। একটা লেগ স্পিনারের মূল কাজ হচ্ছে জায়গায় বল করা। এটা নিয়ন্ত্রণ করা কঠিন। এর ফলে আগে লেগ স্পিন দিয়ে জায়গায় বল করে এরপর বৈচিত্র্যে মনোযোগ দিতে চাই।' 


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে টার্ন দিয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেননি বিপ্লব। তাঁর মতে চট্টগ্রামের উইকেটে স্পিনাররা তেমন সহায়তা পান না। তবে অন্যান্য উইকেটে বোলিং ঘূর্ণি নিয়ে অনেক সন্তুষ্ট তিনি।


এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, 'সাধারণত বোলিংয়ে টার্ন করে আমার বলে, চট্টগ্রামের উইকেটে স্পিনাররা তেমন টার্ন পায় না। তারপরও চেষ্টা ছিল, কিন্তু ওই অনুযায়ী টার্ন হয়নি ওই উইকেটে। কিন্তু নরমালি আমার বলে ভালো টার্ন হয়। তারপরও ফোকাস থাকবে কীভাবে আর বেশি টার্ন করানো যায়।'



বিপ্লব জানিয়েছেন, ঠিক জায়গায় বোলিং করার অভ্যাসটা অনুশীলন থেকেই এসেছে। নিয়মিত অনুশীলনের ফলেই এই জিনিসটি আয়ত্ব করেছেন তিনি। বিচিত্র যোগ করেও ঠিক জায়গায় বল করাটা রপ্ত করতে চান তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball