promotional_ad

বিপিএলের নতুন নিয়মে অনুপ্রাণিত বিপ্লব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে অংশ নেয়া প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে খেলাতে হবে স্থানীয় একজন লেগ স্পিনার। সেই সঙ্গে তার চার ওভারের বোলিং কোটাও পূর্ণ করাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন নিয়মে অনেক তরুণ লেগ স্পিনারই বড় স্বপ্ন দেখছেন।


তারই ধারাবাহিকতায় জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন বিসিবির এই নিয়ম তাকেও অনুপ্রাণিত করছে। বিপিএলের মতো বড় মঞ্চে সবার জন্যই সুযোগ থাকে ভালো কিছু করার। বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনারও এটাকে বড় সুযোগ হিসেবে মানছেন।



promotional_ad

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে বিপ্লব বলেন, 'এটা শুধু আমার জন্য না, বাংলাদেশে যতগুলো লেগ স্পিনার আছে সবাইকে অনুপ্রাণিত করে। একটা বড় মঞ্চে সবার জন্য সুযোগ থাকবে ভালো কিছু করার। তখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। মনে ভেতরে আসে ও ভালো করছে আমাকেও ভালো করতে হবে। এটা খুব ভালো একটা প্রক্রিয়া ভালো জায়গায় যাওয়ার। আমি এটা সেভাবেই অনুভব করছি।'


কদিন আগেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে বিপ্লবের। অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। সেই ম্যাচেই আঙুলের চোটে ছিটকে যান তিনি।


ইতোমধ্যে চোট কাটিয়ে উঠেছেন এই লেগ স্পিনার। বিসিবির অন্তর্বর্তীকালীন স্পিন কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সুযোগ না হলেও দ্বিতীয় রাউন্ডে তাঁর মাঠে ফেরার কথা রয়েছে। এবার জাতীয় লিগে তিনি খেলবে ঢাকা মেট্রোর হয়ে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball