সব সময় বোলিং করতে চাইঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩৯ ওভার বোলিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কাঁধের ইনজুরি কাটিয়ে এবারই প্রথম দীর্ঘ পরিসরে বোলিং করলেন ডানহাতি এই স্পিনার।
মাহমুদউল্লাহ জানিয়েছেন, এই ম্যাচে অনেক বেশি বোলিং করাই লক্ষ্য ছিল তাঁর। জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডারের বিশ্বাস, বোলিংটা বাড়তি আত্মবিশ্বাস দেয় তাঁকে। এর ফলে ব্যাটিংয়েও ছন্দে থাকেন তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমিও চাচ্ছিলাম, যতো বেশি ওভার বোলিং করা যায়। এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। আমি বোলিংটা সব সময় করতে চাই। আমার মনে হয় এটা আমাকে অতিরিক্ত একটি সুবিধা বা আত্মবিশ্বাস দেয় আমার ব্যাটিংয়ে।’
কাঁধের ইনজুরির কারণে প্রায় সাত মাস বোলিং থেকে দূরে ছিলেন মাহমুদউল্লাহ। মাঝে স্বল্প পরিসরে বেশ কিছু ম্যাচে হাত ঘোরাতে দেখা গেছে তাঁকে। তবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জাতীয় লিগের ম্যাচে এবারই প্রথম টানা বোলিং করেছেন তিনি। সফলও হয়েছেন মাহমুদউল্লাহ।
প্রথম ইনিংসে ২৬ ওভার বোলিং করে ৫৫ রানে ৩ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বোলিং করে মাহমুদউল্লাহর শিকার ৩ উইকেট। ভারতের বিপক্ষে নভেম্বরে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে বোলিং অনুশীলন করতে পারায় আনন্দিত ডানহাতি এই স্পিনার।
মাহমুদউল্লাহর ভাষ্যমতে, ‘সত্যি কথা বলতে মাঝখানে আমার কাঁধের ইনজুরি থাকায় সাত মাসের মতো বোলিং করতে পারিনি। আমি কিছু ওভার বোলিং করতে চাচ্ছিলাম। বোলিং করতে হয়েছে আমাকে, আমার বোলিং প্র্যাকটিসটাও ভালো হলো।’