promotional_ad

সুযোগের অপেক্ষায় সাইফ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তরুণ ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। যেকোনো মুহূর্তে সুযোগ এলেই লুফে নিতে চান ২০ বছর বয়সী এই ক্রিকেটার। শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন তিনি।


সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করেছেন সাইফ। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। 



promotional_ad

দারুণ একটি সিরিজ শেষ করা সাইফ বলেন, ‘জাতীয় দলের জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। চেষ্টা করছি আরও ফিট হওয়ার। ফিল্ডিং, ব্যাটিংয়ে আরো উন্নতি আনার। যখন খেলব, তখনই ঘাটতি বের হবে। সেই ঘাটতি নিয়ে কাজ করার চেষ্টা করছি। যতটা উন্নতি করব এবং যতটা প্রস্তুত হব, ততো ভালো হবে জাতীয় দলের জন্য।’


সুযোগ পাওয়ার ব্যাপারটি অবশ্য নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন সাইফ। চলমান জাতীয় লিগে ভালো খেলে নিজেকে আরো পরিণত করতে চান তিনি। একই সঙ্গে যেকোনো সুযোগই লুফে নিতে বদ্ধপরিকর তরুণ টপ অর্ডার এই ব্যাটসম্যান।


সাইফের ভাষায়, ‘সামনে যে সুযোগটি আসবে, সেটাই কাজে লাগানোর চেষ্টা করব। জাতীয় লিগে ভালো করার চেষ্টা করব। সুযোগ পাওয়াটা সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করছে। যদি ভালো খেলতে থাকি, ইনশা আল্লাহ সুযোগ আসবে। আমার কাজ পারফর্ম করা। চেষ্টা করব পারফর্ম করে যাওয়ার।’



৩৪টি  প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সাইফ হাসান। যেখানে ৪১.৮২ গড়ে এক হাজার ৯২৪ রান করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি এবং ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬২ ম্যাচে ২ হাজার ৩৭৭ রানের মালিক সাইফ। ৬টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball