promotional_ad

সুদিন ফেরাবে ‘এ’ দলের সিরিজ জয়!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ জয় দেশের ক্রিকেটে স্বস্তি ফেরাবে বলে মনে করেন মিঠুন।


ডানহাতি এই ব্যাটসম্যানের মতে দেশের ক্রিকেটে এখন ভালো সময় যাচ্ছে না। জাতীয় দল ধারাবাহিক ভাবে ব্যর্থ হলেও ‘এ’ দলের এই পারফরম্যান্স দেশের ক্রিকেটে সুদিন ফিরিয়ে আনবে বলে ধারণা তাঁর।



promotional_ad

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ ছিল। কারণ আমাদের মধ্যে যে জিনিসটি কাজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সময়টা সব মিলিয়ে এখন ভালো যাচ্ছে না। আমাদের সবার একটা ব্যাপার ছিল যে কিছু একটা করি, যেন ক্রিকেটের মোমেন্টামটি আবার ফিরে আসে।’


বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ জাতীয় দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরেছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও এক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।


এমন পারফরম্যান্সের পর অনেকেই মনে করছেন দেশের ক্রিকেটে বাজে দিন যাচ্ছে। তাই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ‘এ’ দলের ওয়ানডে অধিনায়ক মিঠুন। তিনি মনে করেন দলের সবাই শ্রীলঙ্কা সফরে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন। এতেই সাফল্য মিলেছে।



মিঠুনের ভাষ্যমতে, ‘জাতীয় দল না হোক, ‘এ’ দল তো জাতীয় দলের পরেই। শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা ওদের মাটিতে জিততে পারি, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া। সবাই সবার দিক থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করেছে। সবার সত্যিকার প্রতিজ্ঞার কারণেই হয়তো ফলাফলটি পাওয়া গেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball