promotional_ad

কিউইদের উড়িয়ে দিলেন শরিফুল-তানজিদরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লিঙ্কনের বার্ট সুটক্লিফ ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে আকবর আলীদের দেয়া ৩১৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বোলিং তান্ডবে মাত্র ২৪৩ রানে গুটিয়ে যায় কিউই যুবারা। ৮.৪ ওভারে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই ১৮ বছর বয়সী তরুণ। এছাড়াও স্পিনার রকিবুল হাসান নেন ৫৫ রানে ২ উইকেট। 


ম্যাচটির শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। এরপর ওপেনার তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করে টাইগার যুবারা। মাত্র ৫৯ বলে ২টি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে ৭১ রানের ইনিংস খেলেন তানজিদ।


পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন এবং অভিষেক দাসও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিন ব্যাটসম্যানই সমান ৪৮ রান করেছেন। একই সঙ্গে দলকে ৩১৬ রানের বিশাল পুঁজি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা।


কিউই যুবাদের পক্ষে ১২ রানে ২ উইকেট শিকার করেন ফার্গুস লেলমান। এছাড়াও একটি করে উইকেট পান কাটেনে ক্লার্ক, আরডি জ্যাকসন, জেসি তাস্কঅফ, হেইডেন ডিকসন এবং টিম প্রিঙ্গল। 



promotional_ad

৩১৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শরিফুলের দারুণ বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। তিন নম্বরে খেলতে নামা ফার্গুস লেলমান ছাড়া আর কেউই হাফ সেঞ্চুরির দেখা পাননি। ৪৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন লেলমান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন জক ম্যাকেঞ্জি। আর অধিনায়ক জেসি টাস্কঅফের ব্যাট থেকে আসে ৩৯ রান।  


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ওয়ানডেতে কিউইদের হারাতে পারেনি আকবর আলীর দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের যুবাদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।


এরপর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৬ উইকেটের জয় পায় আকবরবাহিনী। তৃতীয় ওয়ানডেতে কিউইদের আট উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৩১৬/৮ (৫০ ওভার) (তানজিদ-৭১, ইমন-৪৮; লেলমান-২/১২, তাস্কঅফ-১/৫৩) 



নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৪৩/৮ (৪৩.৪ ওভার) (লেলমান-৫৬, ম্যাকেঞ্জি-৪৭; শরিফুল-৫/৪৩, রকিবুল-২/৫৫) 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball