রেসলিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি সফরকারী শ্রীলঙ্কার কাছে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষে থাকা পাকিস্তানের এমন লজ্জাজনক পারফরম্যান্সে বেশ হতাশ দেশটির সাবেক ক্রিকেটাররা।
র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এমন পরাজয় মেনে নিতে পারছেন না অনেকেই। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেলও।

সরফরাজ আহমেদের দলের কঠোর সমালোচনা করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা খেলার চেয়ে নিজেদের ফিটনেসের প্রতি বেশি মনোযোগী বলে মনে করেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। দলের খেলোয়াড়দের কুস্তি কিংবা রেসলিংয়ের জন্য তৈরি করা হচ্ছে বলে কটাক্ষ করেছেন ৪৩ বছর বয়সী আমির সোহেল।
তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে এখন আমরা ফিটনেসের প্রতিই বেশি মনোযোগী। দেখে মনে হচ্ছে আমরা ক্রিকেটের চেয়ে অলিম্পিক কিংবা ডব্লিউডব্লিউই রেসলিংয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করছি।’
আমির সোহেলের কটাক্ষের কেন্দ্র বিন্দুতে অবশ্য থাকছেন প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহ-উল হক। কারণ দায়িত্ব নেয়ার পর থেকে সরফরাজদের ফিটনেস নিয়ে বেশি কাজ করছেন তিনি।
এরই মধ্যে পাকিস্তান দলের ড্রেসিংরুমে তৈলাক্ত খাবার নিষিদ্ধের ঘোষণা দেন সাবেক এই অধিনায়ক।