promotional_ad

ছিন্ন হলো ইংল্যান্ড-ফ্লাওয়ার সম্পর্ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সম্পর্ক শেষ হলো জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০৭ সালে ইংল্যান্ডের প্রধান কোচ পিটার মুরেসের সহকারী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। 


এরপর ২০০৯ সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান ৫১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। ২০১৩ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় ইংল্যান্ড। এরপর ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়েন ফ্লাওয়ার। 



promotional_ad

এরপর থেকে ইংল্যান্ড লায়ন্স দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার ইসিবির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। বিদায় বেলায় ইংল্যান্ডের নবনিযুক্ত কোচ ক্রিস সিলভারউডকে শুভ কামনা জানান ফ্লাওয়ার।


তিনি বলেন, ‘আমি আসলেই অনেক খুশি যে ক্রিস ইংল্যান্ডের দায়িত্ব পেয়েছে এবং আমি মনে করি সে অসাধারণ কাজ করবে। আমি ইসিবির নতুন পারফরম্যান্স পরিচালক মো বোবাটকেও শুভ কামনা জানাই তার নতুন ভূমিকার জন্য।’ 


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ফ্লাওয়ার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। 



রাজস্থানের দায়িত্ব পাওয়ার পরও ইংল্যান্ডের খেলা দেখবেন বলে জানান ফ্লাওয়ার। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিনের জন্য বিরতি নিচ্ছি না। আমি এখনও ইংল্যান্ড ক্রিকেটকে ফলো করি এবং ইংল্যান্ডের খেলা গুরুত্ব সহকারে দেখি, তাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’ 


কয়েকদিন আগে কোচ হিসেবে ক্রিস সিলভারউডকে বেছে নিয়েছে ইংল্যান্ড। প্রধান কোচের দায়িত্ব পাওয়ার আগে ইংলিশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball