promotional_ad

পাকিস্তানের বাংলাদেশ মিশন শুরু রবিবার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিনটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে রবিবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে পাকিস্তান নারী ক্রিকেট দল। 


লাহোর কাউন্ট্রি ক্লাবে এই প্রস্তুতি ক্যাম্প চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পে অংশ নেয়া ক্রিকেটারদের বাছাই করবে জাতীয় নির্বাচক কমিটির প্যানেল। এই প্যানেলের নেতৃত্বে থাকবেন সাবেক পাকিস্তান অধিনায়ক উরুজ মুমতাজ। তাঁকে সহযোগিতা করবেন সাবেক খেলোয়াড় আসমাভিয়া ইকবাল এবং মারিনা ইকবাল।   



promotional_ad

প্রধান নির্বাচক উরুজ মুমতাজ বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর এবং আব্বতাবাদে কন্ডিশনিং ক্যাম্প শেষে আমরা লাহোরে খেলোয়াড়দের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট পর্যবেক্ষণ করেছি। আমরা ক্যাম্প এবং টুর্নামেন্ট চলাকালীন বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পেয়েছি। বাংলাদেশ সিরিজে আমরা কিছু উদীয়মান খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, যারা নিজেদের প্রতিভা দেখিয়েছে।’ 


ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে যাওয়া খেলোয়াড়রা হলেন আলিয়া রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, বিসমাহ মারুফ, দিয়ানা বাইগ, ফারিহা মাহমুদ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেইল, সাবা নাজির, সাদিয়া ইকবাল, সিদরা আমিন এবং সিদরা নাওয়াজ। 


বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তান নারী ক্রিকেট দলের অফিসিয়ালদের মধ্যে থাকবেন অন্তর্বর্তীকালীন কোচ ইকবাল ইমাম, ট্রেইনার গেম্মাল হুসেইন, ম্যানেজার আইশা জলিল, ফিজিও রিফাত আসগর গিল এবং অ্যানালিস্ট জুবায়ের আহমেদ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball