মিরপুরে জাবিদ-শহিদুলের স্মরণীয় দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংস রাঙালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন এবং পেসার শহিদুল ইসলাম। ব্যাট হাতে এই দুজনের অসাধারণ ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সাত উইকেটে ৩৪৯ রান করেছে ঢাকা মেট্রো। এই দুজনের এমন ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫৯ রানের লিড পেয়েছে মেট্রো, হাতে আছে তিন উইকেট।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনে দুই উইকেটে ৬৬ রান করা মেট্রো এ দিন ২০১ রান তুলতেই সাত উইকেট পড়ে যায়। এরপর হাল ধরেন জাবিদ এবং শহিদুল। দুজন মিলে গড়েন ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি।
জাবিদ করছেন ৮১* রান। সঙ্গী শহিদুল করেছেন ৮২* রান। জাবিদ এবং শহিদুলের আগে মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

শামসুর করেছেন ৫৫ রান। মাহমুদউল্লাহর ব্যাটে আসে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান। চট্টগ্রামের হয়ে মিনহাজুল আবেদীন আফ্রিদি নেন তিন উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ করে ২৯০ রান। ম্যাচের বাকি আর এক দিন। সেক্ষেত্রে ম্যাচটির ফলাফল যে ড্র, তা অনেকটাই অনুমেয়। তবে শেষদিনে জাবিদ-শহিদুল সেঞ্চুরি পাবেন কিনা, এটার দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমিদের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ২৯০/১০ (১২২.৫ ওভার) (তাসামুল ৯০, সাদিকুর ৫১; মাহমুদউল্লাহ ৩/৫৫)
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩৪৯/৭ (১২২ ওভার) (শহিদুল ৮২*, জাবিদ ৮১*; আফ্রিদি ৩/১০৩)