ভারতের রান পাহাড়ের জবাবে ধুঁকছে প্রোটিয়ারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০১ রানের পাহাড় গড়েছে ভারত। জবাবে খেলতে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
বড় রানের জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই হারায় এইডেন মার্করামের (০) উইকেট। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার ডিন এলগারও (৬)। এ দুজনকেই আউট করেছেন ভারতীয় পেসার উমেশ যাদব।
৮ রান করা টেম্বা বাভুমাকে সাজঘরে ফিরিয়েছেন মোহাম্মদ শামি। বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন ডি’ব্রুইন (২০) ও এনরিক নর্টজে (২)। শুক্রবার তিন উইকেটে ২৭৩ নিয়ে শুরু করেছিল ভারত। প্রথম সেশনে কোহলি এবং আজিঙ্কা রাহানের দারুণ ব্যাটিংয়ের সুবাদে কোনো উইকেট হারায়নি ভারত।

মধ্যাহ্নভোজের বিরতির পর ৫৯ রান করে আউট হন রাহানে। এর ফলে কোহলির সঙ্গে তাঁর ১৭৮ রানের জুটি ভাঙে। রাহানে ফেরার পর কোহলিকে দারুণ সঙ্গ দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
আগের দিনের ৬৩ রান নিয়ে খেলতে নেমে এদিন ১৭৩ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান কোহলি। চা বিরতির পরই ২৯৫ বলে ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন ভারতের অধিনায়ক।
দারুণ খেলতে থাকা জাদেজা ব্যক্তিগত ৯১ রানে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন। এরপরই ভারতীয় অধিনায়ক কোহলি ইনিংস ঘোষণা করে দেন। ৩৩৬ বলের ইনিংসে ছিল ৩৩ চার ও ২ ছক্কায় ২৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ ১৫৬.৩ ওভারে ৬০১/৫ ডিক্লেয়ার (কোহলি ২৫৪*, আগারওয়াল ১০৮, জাদেজা ৯১; রাবাদা ৩/৯৩)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ১৫ ওভারে ৩৬/৩ (ডি ব্রুইন ২০*, নর্টজে ২*; উমেশ ২/১৬)