বিপিএল নিয়ে আর্থিক ক্ষতির শঙ্কায় বিসিবি!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্ষতি এড়াতে চাইলে স্পন্সরদের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করে নিতে হবে বিসিবিকে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এবারের বিপিএলে একদম সর্বনিম্ন দামে স্পন্সররা যোগ দিচ্ছে। কিন্তু দলগুলো চালাতে আরও বেশি খরচ লাগবে। স্পন্সরদের সঙ্গে সভায় বসে আমাদের কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
কিছুদিন আগে স্পন্সর চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। যার সময়সীমা ছিল ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর। কিন্তু বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনও ফ্র্যাঞ্চাইজিই স্পন্সর হিসেবে বিসিবির ডাকে সাড়া দেয়নি।
অবশ্য ছয়টি পৃথক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু বিপিএল আয়োজনে বিসিবির ডাকে সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে। বিসিবির একটি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো ছয় কোটি টাকা করে দিতে চেয়েছে বিসিবিকে।
এই টাকায় বঙ্গবন্ধু বিপিএল আয়োজন করা কষ্টসাধ্য হবে। স্পন্সররা যদি এর বেশি টাকা না দেয়, তাহলে বঙ্গবন্ধু বিপিএল আয়োজনের অতিরিক্ত টাকা দিতে হবে বিসিবিকেই।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে অবশ্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (স্পন্সর থেকে প্রাপ্ত) দেবে বিসিবি। কিন্তু এই টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনা করতে চাইবে কিনা এ বিষয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
বিপিএলের গত আসরগুলোয় গড়ে ১২ থেকে ১৫ কোটি টাকা করে খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার এতো কম টাকায় নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো রাজি হবে কিনা এই ব্যাপারেও থাকছে সন্দেহ। এক্ষেত্রে দুই পক্ষকেই যেতে হবে সমঝোতায়।
জানা গেছে, এবারের বঙ্গবন্ধু বিপিএলে বিসিবি সর্বমোট ২৮ কোটি টাকা খরচ করতে চায়। আসরে সাতটি ফ্র্যাঞ্চাইজি থাকলেও এই টাকায় বিপিএল শেষ করার পরিকল্পনা আছে বিসিবির।
