টি-টেন লিগের চ্যালেঞ্জকে স্বাগত জানালেন আফতাব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। বিদেশী লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। একইসাথে এমন চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।
বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে আফতাব বলেন, 'এটা অবশ্যই বড় ব্যাপার। অনেক উত্তেজিত আমি। আমি যেহেতু কোচিংয়ে এসেছি, এটা আমার জন্যে অনেক বড় চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব সবার দোয়ায় ভালো কিছু করার।'
১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি। গত ২০ সেপ্টেম্বর টি-টেন লিগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের কথা নিশ্চিত করে টি-টেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

দলটির সত্ত্বাধিকারী হিসেবে আছেন বাংলাদেশের দুই ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী এবং সিরাজুদ্দিন আলমগীর। ইয়াসিন চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আফতাব।
'ইয়াসিন চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা সুযোগ আমাদের দেয়ার জন্যে। ওনার আসলে চিন্তাই ছিল যে বাংলাদেশের ক্রিকেটারদের উঠিয়ে আনবে এবং কোচদেরও উঠিয়ে আনবে।
যা কিছুই হোক। এই মন মানসিকতা কয়জনের থাকে। আমি বিশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাই, আমাদের উঠিয়ে নিতে ওনার এমন চিন্তাধারার জন্য।' যোগ করেন আফতাব।
এর আগে আরব আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম খলিজটাইমসের সঙ্গে আলাপকালে ইয়াসিন জানিয়েছেন, টি-টেন লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ আনন্দিত তারা।
ইয়াসিন বলেন, 'বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা দারুণ আনন্দিত এবং আমরা এখানে বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করতে চাই আবুধাবির টি-টেন লিগের মতো বড় আসরে। এটা আমাদের জন্য গর্বের দিন এবং বাংলাদেশের কমিউনিটি আমাদের সাদরে গ্রহণ করবে।'
আরব আমিরাতে চলতি বছরের ১৪ নভেম্বর টি-টেন লিগের তৃতীয় আসরের পর্দা উঠবে। টুর্নামেন্টটি শেষ হবে ২৪ নভেম্বর। টি-টেন লিগের আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে আফতাবের দল বাংলা টাইগার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আরেক সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।