সাকিবের সঙ্গে ইলিয়াস সানির দ্বিমত

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ কিছুদিন আগে ঘরোয়া লিগের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে সাকিবের যুক্তির সঙ্গে একমত হতে পারলেন না ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ইলিয়াস সানি।
ঘরোয়া লিগের মানহীন ক্রিকেটে ব্যাটসম্যানরা অনেক অনেক রান করলেও জাতীয় দলে খেলার সুযোগ পেলে রান করতে পারেন না, এমন বক্তব্য দিয়েছিলেন সাকিব। যদিও স্পিনার ইলিয়াস মনে করছেন, নির্বাচকদের রাডারে আসতে হলেও ঘরোয়া লিগে ভালো মানের পারফর্ম করতে হবে ক্রিকেটারদের।

বুধবার গণমাধ্যমকে ইলিয়াস বলেন, 'বিষয়টি তেমন না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নির্বাচকরা এটা গণনা করছে। জাতীয় দলে জায়গা কিন্তু বেশি খালি হয় না।
ছোটো খাটো একটা দুইটা পরিবর্তন আসে। ওই পরিবর্তনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব হয় না। কিন্তু নির্বাচকদের চোখ সবসময়ই থাকে ক্রিকেটারদের ওপর।'
এর আগে আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ চলাকালে সাকিব বলেছিলেন, 'ওখানে গেলে (জাতীয় লিগে) এত সহজ বোলিং আক্রমণ পেয়ে যায়, দুইশ-দুইশ করে মারে। চার-পাঁচটা দুইশ মারে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চার পাঁচ রান করাও সমস্যা হয়ে যায়। আমি তো চার পাঁচ বছর খেলিনি, কোনো সমস্যা হয়নি।
এখন বুঝতে হবে, ওদের কী সমস্যা হচ্ছে। এখন জাতীয় লিগ খেলেই সমস্যা হচ্ছে নাকি না খেলে সমস্যা হচ্ছে। দুইটারই সমস্যা থাকতে পারে। খেলাও একটা সমস্যা হতে পারে। ওটা আপনার বুঝতে হবে কার জন্য কী সমস্যাটা।'