চারে চার হলো না আকবর-হৃদয়দের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ জেতা হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে আকবর আলীর দল। এর আগে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে সফরকারীরা।
বুধবারের ম্যাচে আগে ব্যাটিং করে কিউই যুবাদের ২৯৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের যুবারা। বিশাল এই লক্ষ্য পাঁচ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিকরা। দুর্দান্ত ব্যাটিং করে দলকে সিরিজে প্রথম জয়ের স্বাদ দেন অধিনায়ক তাশকফ এবং তিনে নামা ব্যাটসম্যান লেলম্যান।
ইনিংসের শুরুতে স্বাগতিকদের ওপেনার ভিশভাকাকে সাজঘরে ফিরিয়ে দলকে শুভসূচনা এনে দেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। এরপর বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়ায় আরেক ওপেনার হোয়াইট এবং তিনে নামা ব্যাটসম্যান লেলম্যান।
তাঁদের দুইজনের ১২২ রানের জুটি কিউইদের শক্ত ভিত গড়ে দেয়। ৪৫ রানের ইনিংস খেলে হোয়াইট ফিরলেও লেলম্যান তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করে প্রতিপক্ষকে আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা।
দুর্দান্ত বোলিং করে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন শরিফুল, আহসানউল্লাহ গালিবরা। কিন্তু শেষ পর্যন্ত কিউই অধিনায়ক তাশকাফের ব্যাটের সামনে দাঁড়াতে পারেননি কোনো বোলারই। অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন গালিব। একটি করে উইকেট তুলে নেন শরিফুল এবং অভিশেক দাস।
এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৯৫ রানের বড় পুঁজি দাঁড় করায়। দুর্দান্ত ব্যাটিং করে দলকে বিশাল এই সংগ্রহ এনে দেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলী।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসের সূচনাটাও দারুণ করেন দুই ওপেনার তানজিদ হাসান এবং পারভেজ হোসেন। ৭১ রানের জুটি গড়ে দলের শক্ত ভিত গড়েন তাঁরা। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে তানজিদ আউট হন। পারভেজ খেলেন ৮২ বলে ৫৫ রানের ইনিংস।
গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মাহিদুল ইসলাম জয় এ ম্যাচে ফিরে যান খুব দ্রুত। বড় রান করতে পারেননি শাহাদাত হোসেনও। মাঝে ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন হৃদয় এবং আকবর। শতরানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
হৃদয় ৭৩ এবং আকবর ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন হ্যানকক। অধিনায়ক তাশকিফ নেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফিল্ড, ম্যাকেঞ্জি, অশোক।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৫০ ওভারে ২৯৫/৮ (হৃদয় ৭৩, আকবর ৬৬; হ্যানকক ৩/৭৩, তাশকফ ২/৩৯)।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ৪৯.১ ওভারে ২৯৬/৬ (তাশকফ ৬০*, লেলম্যান ৭৬; গালিব ৩/৬০, শরিফুল ১/২৭)।