সাকিবকে পেছনে ফেললেন জাদেজা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে গিয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট শেষে র্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাঁহাতি অলরাউন্ডার জাদেজা। ব্যাট হাতে দুই ইনিংসে ৭০ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন প্রোটিয়াদের ছয়টি মূল??যবান উইকেট।

এতে র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন জাদেজা। বর্তমানে টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।
গত এক বছরে ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে সাকিবকে। গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফেরেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সেই ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাকিব। যে কারণে সাকিবকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে উপরে ওঠে গেছেন জাদেজা।
অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ৪৭২ রেটিং পয়েন্ট রয়েছে তাঁর নামের পাশে। ৩৮৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বেন স্টোকস চতুর্থ এবং ৩১৯ পয়েন্ট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন পঞ্চম স্থানে।