পিসিবির সমালোচনায় ডিন জোন্স

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন মিসবাহ উল হক। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক একই সঙ্গে দুই ভূমিকায় থাকায় বিষয়টি নিয়ে অনেকেই এরআগে সমালোচনা করেছেন।
এমন সিদ্ধান্ত নেয়ায় এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স। তিনি জানিয়েছেন, একজন ব্যক্তি কোনোভাবেই একই সঙ্গে এমন দুটি ভূমিকায় থাকতে পারেন না।

এমটা হলে খেলোয়াড়রা কোচের সঙ্গে ভয়ে নিজেদের কারিগরি এবং মানসিক সমস্যা নিয়ে কথা বলবে না বলে মনে করেন জোন্স। এমন সমস্যা থাকলে খেলোয়াড়রা দল থেকেও বাদ পড়তে পারেন বলে জানিয়েছেন তিনি।
জোন্স বলেন, ‘আপনি একই সঙ্গে কোচ এবং প্রধান কোচের ভূমিকায় থাকতে পারেন না। ধরুন, আপনি একজন খেলয়াড় এবং আপনার কিছু মানসিক এবং কারিগরি সমস্যা আছে। আপনি যদি আপনার কোচের সঙ্গে সত্যবাদী হতে চান, আপনাকে বাদ পড়তে হবে।’
জোন্স চান মিসবাহ দুই পদেই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুক। কিন্তু তিনি মনে করেন, এমন দুটি পদে থেকে সব কাজ সঠিকভাবে এবং ভালোভাবে করা খুব কঠিন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্বে আছেন জোন্স। দলটিতে জোন্সের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে মিসবাহর। তাই দুজন দুজনকে বেশ ভালোভাবে চেনেন।