ক্রিকেট অস্ট্রেলিয়ার সতর্কবার্তা পেলেন ওয়ার্নার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যায়নি অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সতর্কতা পেয়েছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
ব্যাট হাতে কিছুদিন আগে শেষ হওয়া অ্যাশেজে ওয়ার্নারের ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ২, ৮, ৩, ৫, ৬১, ০, ০, ০, ৫ এবং ১১ রানের। দশ ইনিংসে ৯.৫ গড়ে তিনি করেন মাত্র ৯৫ রান, যা তাঁর নামের পাশে একেবারেই বেমানান।

ওয়ার্নারের এমন পারফরম্যান্সে নড়বড়ে হয়ে গিয়েছে তাঁর জায়গা, এমনটা সরাসরি জানিয়ে দিয়েছেন সিএ'র নির্বাচক ট্রেভর হন্স। কিছুদিনের মধ্যেই শুরু হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ড।
শেফিল্ড শিল্ডে ভালো পারফর্ম করে যেকোনো ওপেনারই জাতীয় দলে জায়গা করে নিতে পারেন, এমনটা উল্লেখ করে হন্স বলেন, 'ডেভিড খুব ভালো করেই জানে ওর কি করতে হবে। এমনকি মার্কাস হ্যারিস বা ইংল্যান্ড সফরের অন্যান্য ব্যাটসম্যানরাও এটা ভালো করে জানে।
দুই-তিনটি ব্যাটিং পজিশন এখনও নড়বড়ে। যেকোনো ওপেনার চাইলে এখন সেই জায়গাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। পুরো দেশে আমাদের অনেক ওপেনার আছে। এটা এখন তাদের ওপর নির্ভর করে, তারা কিভাবে পারফর্ম করবে।'
অ্যাশেজে বারবারই ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ফিরেছেন ওয়ার্নার। দশ ইনিংসে ছয়বারই ওয়ার্নার ফিরেছেন ব্রডের বলে। সিরিজের মাঝে ব্রডকে খেলার ব্যাপারে স্টিভ স্মিথের কাছে পরামর্শ চেয়ে নেন ওয়ার্নার। কিন্তু লাভ হয়নি তাতেও।