promotional_ad

ক্যালেফাতোর সঙ্গে আলোচনায় বসবেন খালেদ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের পেসার খালেদ আহমেদ অনেক দিন ধরেই আছেন মাঠের বাইরে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ২৭ বছর বয়সী পেসারের অস্ত্রোপচার হয়েছে গত জুলাইয়ে। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।


বিসিবি’র ফিজিও বায়েজিদুল ইসলাম খানের অধীনে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া। দ্রুতই বল হাতে মাঠে ফিরতে চান এই পেসার। পুনর্বাসন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেছেন, 'এখনও ক্যালেফাতোর সঙ্গে কাজ করা হয়নি। ৯ তারিখ তার সঙ্গে মিটিং করার কথা। ওর সঙ্গে কথা হয়েছে এমনে, বলেছে যার অধীনে আছো সেখানেই ভালো উন্নতি হচ্ছে। পরে তোমাকে নিবো আমি।'


পুনর্বাসনের অংশ হিসেবে নিয়মিত জিম করছেন খালেদ। সেই সঙ্গে রানিং এবং ওয়েট লিফটিং চালিয়ে যাচ্ছেন। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এবার জাতীয় লিগে খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। তবে এই টুর্নামেন্ট খেলতে না পেরে হতাশ নন খালেদ। তবে জাতীয় দল এবং 'এ' দলের খেলা মিস করছেন তিনি।


খালেদ বলেন, 'সেটা তো অবশ্যই হতাশার, অনেক দিন ধরেই মাঠের বাইরে আছি। শুধু এনসিএল না, এ দলের খেলা মিস করছি, জাতীয় দল, এসব মিস যাচ্ছে। সমস্যা নেই, ইন শা আল্লাহ যদি ভালো খেলতে পারি তাহলে আবার কামব্যাক করবো।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball