ক্যালেফাতোর সঙ্গে আলোচনায় বসবেন খালেদ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেসার খালেদ আহমেদ অনেক দিন ধরেই আছেন মাঠের বাইরে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ২৭ বছর বয়সী পেসারের অস্ত্রোপচার হয়েছে গত জুলাইয়ে। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।
বিসিবি’র ফিজিও বায়েজিদুল ইসলাম খানের অধীনে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া। দ্রুতই বল হাতে মাঠে ফিরতে চান এই পেসার। পুনর্বাসন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেছেন, 'এখনও ক্যালেফাতোর সঙ্গে কাজ করা হয়নি। ৯ তারিখ তার সঙ্গে মিটিং করার কথা। ওর সঙ্গে কথা হয়েছে এমনে, বলেছে যার অধীনে আছো সেখানেই ভালো উন্নতি হচ্ছে। পরে তোমাকে নিবো আমি।'
পুনর্বাসনের অংশ হিসেবে নিয়মিত জিম করছেন খালেদ। সেই সঙ্গে রানিং এবং ওয়েট লিফটিং চালিয়ে যাচ্ছেন। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এবার জাতীয় লিগে খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। তবে এই টুর্নামেন্ট খেলতে না পেরে হতাশ নন খালেদ। তবে জাতীয় দল এবং 'এ' দলের খেলা মিস করছেন তিনি।
খালেদ বলেন, 'সেটা তো অবশ্যই হতাশার, অনেক দিন ধরেই মাঠের বাইরে আছি। শুধু এনসিএল না, এ দলের খেলা মিস করছি, জাতীয় দল, এসব মিস যাচ্ছে। সমস্যা নেই, ইন শা আল্লাহ যদি ভালো খেলতে পারি তাহলে আবার কামব্যাক করবো।'