বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা যুব দল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে নিউজিল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে আকবর আলীর দল।
এবার অনূর্ধ্ব-১৯ দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব দলের বাইরে থাকা ক্রিকেটাররা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ২টি চারদিনের ম্যাচ খেলবেন।

এরপর লঙ্কানদের পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও সীমিত ওভারের এই সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মূল দল খেলবে বলে নিশ্চিত করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
তিনি বলেছেন, 'এটাকে ব্যাকআপ টিম বলব না। জাতীয় দলের ব্যাক আপ হিসেবে যেমন এ দল থাকে, অনেকটা ওরকম। এবারই প্রথমবার এই দলটি করা হয়েছে। অনূর্ধ্ব-১৯ এর বেশি ক্রিকেটার যেন থাকতে পারে। যেকোনো খেলোয়াড় যেন মূল দলে যেতে পারে। প্রতিযোগিতা রাখার জন্যই আসলে এই দলটি করা।'
লঙ্কানদের বিপক্ষে চারদিনের ম্যাচে ভালো করলে যুব দলের মূল স্কোয়াডেও সুযোগ থাকবে বলা জানালেন সোহেল। এর জন্যই দলটিকে বেশ ভালো ভাবে গোছানোর চেষ্টা করছেন তাঁরা।
টাইফয়েডের কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়া হয়নি যুব দলের পেসার শাহীন আলমের। এবার শ্রীলঙ্কা বিপক্ষে খেলবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে অতীত পারফরম্যান্সই তাঁকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। এমনটাই জানিয়েছেন শাহীন।
তিনি বলেছেন, 'টাইফয়েডের কারণে আমি নিউজিল্যান্ডে যেতে পারিনি। ২৩ দিন মাঠের বাইরে ছিলাম। শ্রীলঙ্কা আমাদের মাটিতে খেলতে আসছে। তাদের সঙ্গে ওদের মাটিতে আমার ভালো পারফরম্যান্স আছে। দুই টেস্টে আমি ১৪ উইকেট পেয়েছিলাম। এদের বিপক্ষে আমার পাঁচ উইকেটও আছে এবং চার উইকেটও আছে।'