র্যাঙ্কিংয়ে রোহিতের লম্বা লাফ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের টেস্ট দলে নিয়মিত নন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্নম টেস্টে প্রথমবারের মতো ওপেনার হিসেবে খেলার সুযোগ পান তিনি। প্রথম সুযোগেই বাজিমাৎ করেছেন ডানহাতি এই ওপেনার। এর ফলে র্যাঙ্কিংয়েও লম্বা লাফ দিয়েছেন তিনি। অন্যদিকে রেটিং পয়েন্ট হারিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বিশাখাপত্নমে প্রথম ইনিংসে ১৭৬ রান করেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ১২৭ রানের আরেকটি দারুণ ইনিংস খেলেন এই ওপেনার। সেটার ফল পেলেন রোহিত। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়েছেন তিনি। তাঁর অবস্থান এখন ১৭ নম্বরে। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর সেরা র্যাঙ্কিং।

র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন প্রথম ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়ালও। তিনি এগিয়েছেন ৩৮ ধাপ। তাঁর অবস্থান এখন ২৫ নম্বরে। রেটিং পয়েন্ট খোয়ানো কোহলি প্রথম ইনিংসে ২০ ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেছেন।
এমন ব্যাটিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্টিভ স্মিথের চেয়ে ৩৮ পয়েন্টে পিছিয়ে পড়েছেন কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে দারুণ বোলিং করে র্যাঙ্কিংয়ে উত্থান হয়েছে দুই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ শামির।
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার সুবাদে ১৪ নম্বর থেকে সেরা দশে জায়গা করে নিয়েছেন অশ্বিন। তাঁর অবস্থান ১০ নম্বরে। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছেন শামি।