promotional_ad

তামিম থাকতেও চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলা হয়নি তামিম ইকবালের। দুটি সিরিজ থেকেই বিশ্রাম নিয়েছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বাঁহাতি এই ওপেনার।


জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান থাকার পরও এবারের আসরে দলটির নেতৃত্ব দেয়া হয়েছে মুমিনুল হককে। জানা গেছে, অধিনায়কত্বের দায়িত্ব নিতে আগ্রহী নন তামিম। এ কারণেই মুমিনুলকে অধিনায়ক করা হয়েছে।



promotional_ad

গত আসরে ইয়াসির আলী রাব্বির অধীনে খেলেছিল চট্টগ্রাম বিভাগ। অধিনায়ক হিসেবে খুব একটা সফল হতে পারেননি ইয়াসির আলী। তাঁর নেতৃত্ব দ্বিতীয় স্তরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে গত আসর শেষ করে চট্টগ্রাম বিভাগ।


এবার অধিনায়কত্বে পরিবর্তন এনেছে দলটি, অভিজ্ঞ মুমিনুলকে নেতৃত্ব দেয়া হয়েছে। অধিনায়কত্ব করা নতুন কিছু নয় মুমিনুল হকের জন্য। এর আগেও তাঁকে অধিনায়কত্ব করতে দেখা গেছে বিভিন্ন পর্যায়ের ম্যাচে।


মুমিনুলের অধীনেই ভারতে খেলে এসেছে বিসিবি একাদশ। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। 



চট্টগ্রাম বিভাগে তামিম ছাড়াও জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাঈম হাসান। যুব দলের ক্রিকেটার মেহেদী হাসান চট্টগ্রামের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এ ছাড়া বাকি ক্রিকেটাররা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন।  


চট্টগ্রাম বিভাগ স্কোয়াডঃ তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর ও নাঈম হাসান।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball