বাড়েনি ক্রিকেটারদের ম্যাচ ফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরের প্রাইজমানি নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর আভাশ দিয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়নি।
প্রথম স্তরের দলের ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরের দলের ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকা করে। প্রথম স্তরের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নরা পাবে ৫ লাখ টাকা।

প্রথম স্তরের রানার্স আপ দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে দ্বিতীয় স্তরের রানার্স আপ দলের জন্য কোনো প্রাইজমানি রাখা হয়নি। জাতীয় লিগের প্রস্তুতির জন্য দুই টায়ারের প্রত্যেক দলকে ৬ লাখ টাকা করে দেয়া হবে।
ক্রিকেটাররা দৈনিক ভাতা পাবেন ১৫০০ টাকা করে। এ ছাড়া দুই স্তরের দলের খেলোয়াড়রাই যাতায়াত ভাড়া বাবদ ২৫০০ টাকা করে পাবেন। প্রথম স্তরের ম্যাচ সেরা ক্রিকেটার পাবেন ২৫ হাজার টাকা।
দ্বিতীয় স্তরের প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা করে। প্রথম স্তরের টুর্নামেন্ট সেরা পাবেন ১ লাখ টাকা। দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট সেরা পাবেন ৫০ হাজার টাকা। প্রথম স্তরের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারি ৭৫ হাজার টাকা করে পাবেন।
দ্বিতীয় স্তরের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারিকে দেয়া হবে ৫০ হাজার টাকা করে। এ ছাড়া প্রথম স্তরের প্রতি ম্যাচের জয়ী দল বোনাস হিসেবে পাবে ৮০ হাজার টাকা। দ্বিতীয় স্তরের বোনাসের পরিমাণ ৭৫ হাজার টাকা।