শ্রীলঙ্কায় মুমিনুলদের সিরিজ ড্র

ছবি: ছবিঃ এসএলসি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কায় চারদিনের ম্যাচের সিরিজ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি প্রথম চারদিনের ম্যাচে ড্র করে। দ্বিতীয় চারদিনের ম্যাচেও ফলাফল আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৬৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন পাথুম নিশাঙ্কা। এ ছাড়া ৬২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই ৭ উইকেট তুলে নেন। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ ১১৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক মুমিনুল।
এ ছাড়া ৭৭ রান করেন ওপেনার সাদমান ইসলাম। ৩৮ রানে অপরাজিত থাকা মিরাজকে শেষ দিকে কেউ সঙ্গ দিতে পারেননি। ফলে ৬২ রানের লিড নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১২৬ রানে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করে লঙ্কানরা। চতুর্থ দিনে নেমে ২১৯ রান যোগ করেন দুই ওপেনার।
৮৯ রান করা সংগিত কোরেকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে আউট করেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলেছেন পাথুম।
তিনি ১৯২ রান করে রান আউট হন। তাঁর ফেরার পর শ্রীলঙ্কার আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। ৬৭ রান করেন কামিন্দু মেন্ডিস এবং অধিনায়ক আশান প্রিয়ঞ্জন ৫ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০ (পাথুম ৮৫, কামিন্দু ৬২; মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ৮৩.১ ওভারে ৩৩০/১০ (মুমিনুল ১১৭, সাদমান ৭৭; সিরাজ ৫/৬৩, প্রবাথ ৩/১১৪)।
শ্রীলঙ্কা ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসঃ ১০৭ ওভারে ৩৫৭/২ (পাথুম ১৯২, সঙ্গীত ৮৯; রিশাদ ১/৭৮)।