সিরিজ বাঁচানোর লড়াইয়ে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে ঘরে ক্রিকেটের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছিল পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে গেছে স্বাগতিক দলটি। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে লড়বে পাকিস্তান।
৫ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬৪ রানে হেরেছে দলটি। এ ম্যাচ জিতে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ পরাজয়ের প্রতিশোধ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিতে চাইবে দলটি। নিজেদের মিশনে এককদম এগিয়ে আছে তারা।
সোমবারের ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল তারা। নিজেদের সামর্থ্য আরও একবার প্রমাণ করতে চাইবে স্বাগতিক দলটি।

ঘরের মাঠে ম্যাচ, দর্শকদের জন্যও ভালো ক্রিকেট উপহার দিতে চাইবে দলটি। ম্যাচ হারলেও শেষ ম্যাচে পাকিস্তান দলের জন্য ইতিবাচক দিক তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের পারফরম্যান্স। দুর্দান্ত বোলিং করে রেকর্ডবুকে নাম লেখান এই পেসার। সবচেয়ে কনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন তিনি।
এ ম্যাচে পাকিস্তান দলে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় পর জাতীয় দল ডাক পাওয়া আহমেদ শেহজাদ এবং উমর আকমল গত ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি। এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারে দলটি।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে এই ম্যাচগুলো দুই দলের ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চায় যে কোনো দলই।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), দানুসকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আবিস্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপক্ষে, মিনোদ বানুকা, লাহিরু মাদুশংকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসিন রাজিথা ও লাহিরু কুমারা।