এক ম্যাচ আগেই সিরিজ হার সানজিদা-ঋতুদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী 'এ' দল। এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ভারতের মেয়েরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ নারী ‘এ’ দল। রবিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসে।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ২৪ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান তোলে ভারত। সর্বোচ্চ ৩২ রান আসে ইয়াসতিয়াকা ভাটিয়ার ব্যাট থেকে।
তেজাল হাসাবনিস করেন ২৬ রান। এ ছাড়া মিন্নু মনির ২৪ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে ঋতু মনি এবং খাদিজা তুল কুবরা নেন দুটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২৪ ওভারে ৮ উইকেটে ৬৫ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ২৫ রান করেন ঋতু মনি। এ ছাড়া সোবহানা মোস্তারি এবং নুজহাত টুম্পা কেবল দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। সোবহানা ১৩ এবং নুজহাত ১২ রান করেন।
দেভিকা ভাদিয়া ৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস একাই ধসিয়ে দেন। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর।