ব্যাটিং কোচের ভূমিকায় ইয়ান বেল

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন ইয়ান বেল। তবে লম্বা সময়ের জন্য এই দায়িত্ব পাননি সাবেক এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসসম্যান। তাঁকে দায়িত্ব দেয়া হয়েছে শুধু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য।
কদিন আগেই ইংল্যান্ড যুব দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিক পোথাস। তাছাড়া দলটির প্রধান কোচের ভূমিকায় আছেন জন লুইস। তাদের সঙ্গেই এবার কাজ করার সুযোগ হয়েছে বেলের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই সিরিজে ইংলিশদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠবে যুব বিশ্বকাপের। মূলত এই বিশ্ব আসরকে সামনে রেখেই নিজেদের প্রস্তুত করছে ইংলিশ যুবারা। এই কারণেই দলটির কোচিং স্টাফে বেশ কয়েকটি বড় পরিবর্তন দেখা গেছে।
এর সর্বশেষ উদাহরণ হিসেবে বেলকে দলটির সঙ্গে যুক্ত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেল ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ৮টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে আছে ১৩ হাজারেরও বেশি রান।