promotional_ad

মিরাজ-এবাদতের নৈপুণ্যে প্রথম দিন বাংলাদেশের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচেও বল হাতে নিজের পারফরম্যান্স অব্যাহত রেখেছেন এই অফ স্পিনার।


শুধু মিরাজ নন পেসার এবাদত হোসেনও বল হাতে চমক দেখিয়েছেন। এই দুই টাইগার বোলারের নৈপুণ্যে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে শ্রীলঙ্কা 'এ' দল। দলটির হয়ে চরিথ আশালঙ্কা ১৭ এবং লাহিরু উদারা ২ রান করে অপরাজিত আছেন।


টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের ভালো সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং সঙ্গীত কোরে। এই দুজনের ৩২ রানের জুটি ভাঙেন মিরাজ। ১৭ রান করা কোরেকে তিনি নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে আউট করেছেন।



promotional_ad

দ্বিতীয় উইকেটে ১২১ রান যোগ করেন নিশাঙ্কা এবং কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত ৬২ রানে মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মিরাজ। নিশাঙ্কা আউট হয়েছেন ৮৫ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে।


শ্রীলঙ্কা 'এ' দলের অধিনায়ক আশান প্রিয়াঞ্জানকে ব্যক্তিগত ২৮ রানে নিজের প্রথম শিকার বানান বাংলাদেশের পেসার এবাদত। এরপর ৪ রান করা প্রিয়ামাল পেরেরাকেও আউট করেছেন এই পেসার।


বাকি সময়টা দেখেশুনে খেলে পারি দিয়েছেন আশালঙ্কা এবং উদারা। দ্বিতীয় দিনে বাংলাদেশ 'এ' দলের লক্ষ্য থাকবে দ্রুতই লঙ্কানদের বাকি পাঁচ উইকেট তুলে নেয়া। 


সংক্ষিপ্ত স্কোরঃ 



শ্রীলঙ্কা 'এ' দলঃ ২২৩/৫ (৭৪ ওভার) ( নিশাঙ্কা ৮৫, মেন্ডিস ৬২, প্রিয়াঞ্জান ২৮; মিরাজ ৩/৬৬, এবাদত ২/৫১)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball