promotional_ad

টি-টোয়েন্টি উৎসবের জন্য প্রস্তুত লাহোর

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটের প্রত্যাবর্তনকে বেশ ভালোভাবেই রাঙিয়েছে পাকিস্তান। সফরকারী শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে পাকিস্তানে ক্রিকেটকে স্বাগত জানিয়েছে দলটি। এবার টি-টোয়েন্টির মারকাটারি ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছে দেশটির গাদ্দাফি স্টেডিয়াম।


লাহোরের এই মাঠে আগামীকাল (৫ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। এ ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


দুই বছর আগে, ২০১৭ সালের অক্টোবরে লাহোরে শেষ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেটি ছিল তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছিল স্বাগতিকরা। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের শেষ দেখা ছিল সেটি।



promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে পাকিস্তানকে। ওয়ানডে সিরিজে সফরকারীদের হারিয়ে দিয়েছে তারা। এবার সরফরাজ আহমেদের দলের মিশন টি-টোয়েন্টি সিরিজ জেতা।


ওয়ানডে সিরিজের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে লঙ্কানরাও। ঘরের দলকে হারিয়ে সিরিজে এগিয়ে যেতে চাইবে শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর দল পাকিস্তান, চ্যালেঞ্জটা ভালোই থাকবে লঙ্কানদের।


দলকে আরও শক্তিশালী করতে আহমেদ শেহজাদ এবং উমর আকমলকে ডেকেছে পাকিস্তান। এ ছাড়া অলরাউন্ডার ফাহিম আশরাফকেও টি-টোয়েন্টি দলে রেখেছে স্বাগতিকরা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন তাঁরা।


পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান খান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।



শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শান???কা (অধিনায়ক), দানুসকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপক্ষে, মিনোদ বানুকা, লাহিরু মাদুশংকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসিন রাজিথা ও লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball