শুরুতেই বড় হার রুমানাদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরাজয় দিয়ে ঘরের মাঠের সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী 'এ' দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী 'এ' দলের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শায়েলা শারমিনের দল।
বাংলাদেশি ব্যাটসম্যানরা লড়াই করার পুঁজি যোগাতে পারেননি। যে কারণে ১০৫ রানের স্বল্প লক্ষ্যে প্রতিপক্ষকে বেধে রাখতে পারেননি স্বাগতিক দলের বোলাররা। ৩৭.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দল।
ইনিংসের শুরুতে ২০ রানের মধ্যেই উইকেট তুলে নিয়ে ভারত নারী 'এ' দলকে চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। শুরুর আঘাতটা হানেন রুমানা আহমেদ। ভারতীয় ওপেনার মেঘনাকে ১২ রানে ফেরান তিনি। এরপর দলীয় ৪৪ রানে ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক শায়েলা।
তিনে নামা ব্যাটসম্যান দিভিকা বিদ্যিয়াকে ৮ রানে ফেরান তিনি। কিন্তু লক্ষ্য তাড়ায় এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ভারতীয় ওপেনার নুজহাত পারভিন। অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ এনে দেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দেন তনুশ্রী সরকার। ২৯ রানে অপরাজিত ছিলেন চারে নামা এই ব্যাটসম্যান।

তাঁদের দুইজনের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। বাংলাদেশের রুমানা এবং শায়েলা নিয়েছেন একটি করে উইকেট।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী 'এ' দল। বড় লক্ষ্য দেয়ার পরিকল্পনায় আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশকে ডুবিয়েছে। ১০৪ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংসের শুরু থেকে আসা-যাওয়ার মধ্যে ছিল স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
ভারতীয় বোলারদের তোপের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করে। নিগার সুলতানা এবং ফাহমিদা খাতুন।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন টিপি কানওয়ার এবং সুশ্রী। দুটি উইকেট নেন তনুশ্রী সরকার এবং একটি উইকেট পেয়েছেন সিমরান দিল বাহাদুর।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী 'এ' দলঃ ৪৫.৩ ওভারে ১০৪/১০, (নিগার ১৭, ফাহমিদা ১৭; টিপি কানওয়ার ৩/২২, সুশ্রী ৩/১৩)।
ভারত নারী 'এ' দলঃ ৩৭.৫ ওভার ১০৫/২, (নুজহাত ৫১*, তনুশ্রী ২৯*; রুমানা ১/২৬, শায়েলা ১/১১)।