promotional_ad

নারিনের কাছ থেকে উন্নতির পাথেয় নিয়েছেন আলিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তারকা স্পিনার সুনীল নারিনের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা যেকোনো ক্রিকেটারের জন্য বড় পাওয়া। সেই সৌভাগ্য হয়েছে বাংলাদেশের তরুণ স্পিনার আলিস আল ইসলামের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন আলিস। সেখানেই তাঁর সুযোগ মেলে নারিনের সঙ্গে ড্রেসিং রুমে ভাগাভাগি করার।


বিশ্বখ্যাত স্পিনার নারিনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সেটা ভালো করেই জানা ছিল আলিসের। বিপিএলে সেই সুযোগ তাই হাতছাড়া করেননি ২২ বছর বয়সী এই তরুণ। যতটুকু সম্ভব ঝুলিতে জমিয়েছেন অভিজ্ঞতা।


নারিনের কাছ থেকে আলিস বোলিংয়ের বিভিন্ন দিক শেখার চেষ্টা করেছেন। স্পিনার হিসেবে আরও উন্নতি করার উপায় নারিনের কাছ থেকে জেনে নিয়েছেন অভিষেক বিপিএলেই চমক দেখানো আলিস।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বিপিএলে নিজের আইকনের সঙ্গে কাটানো সময় নিয়ে আলিস বলেছেন, ‘হ্যাঁ, অনেক কথা হইছে। অনেক পরামর্শ দিতো কীভাবে বল করতে হয় বা কীভাবে উন্নতি করা যায়। এগুলো নিয়ে কথা হতো।


‘এমনকি আমাকে অনেক পছন্দ করত সে। আমার আইকন প্লেয়ার সুনীল নারিন। বাংলাদেশের ভেতরে বলতে গেলে আমি সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার হবো।’ যোগ করেন তিনি।


টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করে হইচই ফেলে দেন আলিস। তাঁর বোলিংয়ে কুপোকাত হন রাইলি রুশো, মোহাম্মদ মিঠুনদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা। বোলিং বৈচিত্র্য দিয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করে ৪ ম্যাচ খেলা আলিস নামের পাশে যোগ করেন ৬ উইকেট।


অফ স্পিনের সঙ্গে ক্যারাম বল করে ব্যাটসম্যানদের বোকা বানাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন আলিস। মুজিব উর রহমান, সুনীল নারিনরাও ক্যারম বলে বেশ পটু। বোলিংয়ের এই কৌশলকে নিজের শক্তির জায়গা মনে করছেন আলিস।



বলেছেন, ‘আসলে আমি যে বলটা করি ওইটা দুসরা না। সেটা হলো ক্যারাম বল। আপনি জানেন এখন বর্তমানে অনেক বোলারই করে, যেমন নারিন, মুজিব। আমি ক্যারম বল করি। ওইটাই আমার শক্তির জায়গা।’


দুর্ভাগ্যবশত বিপিএলে পাওয়া ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি আলিস। এ ছাড়া তাঁর কাঁধে রয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের বোঝা। তবে তিনি এখন ৮০-৮৫ শতাংশের মতো সুস্থ। ঢাকায় এসেছেন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে। আলিসের বিশ্বাস, সব বাধা পেরিয়ে যাবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball