promotional_ad

দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে তামিম, মুশফিকরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে উন্মাদনার শেষ নেই ক্রিকেট বিশ্বে। আগামী ২০ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টের প্রথম প্লেয়ার্স ড্রাফট।এই ড্রাফটে অংশ নিতে এরই মধ্যে ১৬৫ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। যেখানে রয়েছেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল।


বাংলাদেশি খেলোয়াড়রা ছাড়াও ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন আয়ারল্যান্ড, নেপাল, আফগানিস্তান সহ ১১টি দেশের ক্রিকেটার। বিদেশি লিগে খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় ভারতের জাতীয় দলের কোনো খেলোয়াড় থাকছেন না এই প্রাথমিক ড্রাফট তালিকায়। যদিও দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে থাকা স্পিনার হরভজন সিং নিবন্ধন করেছেন।   



promotional_ad

'দ্য হান্ড্রেডের' ড্রাফট তালিকায় নেই দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান এবং টি-টোয়েন্টি ক্রিকেটের হট কেক এবি ডি ভিলিয়ার্স। এর আগে টুর্নামেন্টটিতে খেলার ইচ্ছা প্রকাশ করলেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি বলে জানা গেছে। বিগ ব্যাশ লিগ এবং গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা থাকায় ইংল্যান্ডে খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের। 


ড্রাফট তালিকায়  ৮ জন তারকা ক্রিকেটারের রিজার্ভ মূল্য রাখা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। এই আট জন ক্রিকেটার হলেন- স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা  এবং ক্রিস গেইল।


সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ মোট ১৭ জন বিদেশি ক্রিকেটারের রিজার্ভ মূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। যেখানে রয়েছেন হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, স্বন্দ্বীপ লামিচানে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, কাইরন পোলার্ডরা।  



৭৫ হাজার পাউন্ড ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ডেল স্টেইন, বাবর আজম, মার্কাস স্টয়নিস এবং মোহাম্মদ হাফিজদের। অপরদিকে ৬০ হাজার পাউন্ড ধরা হয়েছে নিকোলাস পুরান, মার্টিন গাপটিল, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদিদের। 


এছাড়াও ইমাদ ওয়াসিম, ডার্সি শর্ট, এভিন লুইস, মিচেল স্যান্টনারদের ভিত্তি মূল্য ৫০ হাজার পাউন্ড এবং থিসারা পেরেরা, লেন্ডন সিমন্স, অ্যালেক্স ক্যারি, শিমরন হেটমেয়ারদের ভিত্তি মূল্য ৪০ হাজার পাউন্ড ধরা হয়েছে। তবে ৬৭ জন ক্রিকেটারের নির্দিষ্ট কোনো ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়নি। তাদের ক্ষেত্রে ৩০ হাজার পাউন্ড থেকে শুরু হবে নিলাম।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball