দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসালেন রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারছিলেন না ভারতের রোহিত শর্মা। দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ওপেনারের ঘাটতি পূরণ করতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে সুযোগ পান ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন রোহিত। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পাশে নাম লিখিয়েছেন তিনি।

ঘরের মাঠে টানা ছয় ইনিংসে পঞ্চাশের বেশি রান করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান ছিলেন দ্রাবিড়। ১৯৯৭ এবং ১৯৯৮ সালে টানা ছয় ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন দ্রাবিড়।
ফাফ ডু প্লেসির দলের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত। ঘরের মাঠে পঞ্চাশ ছাড়ানো রোহিতের ছয়টি ইনিংস যথাক্রমে ৮২, ৫১*, ১০২*, ৬৫, ৫০* এবং ১৭৬।
বর্তমানে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান রোহিত, যিনি ভারতে টানা ছয় ইনিংসে পঞ্চাশের বেশি রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনই সেঞ্চুরি করেন রোহিত। ১১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিন নামের পাশে আরও ৬১ রান যোগ করেন রোহিত।