promotional_ad

ভারতের রান পাহাড়ে পিষ্ট প্রোটিয়ারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক ভারত। বিশাখাপত্নমে অনুষ্ঠিত এই টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৬৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল। দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। 


টেস্টের দ্বিতীয় দিন বিনা উইকেটে ২০২ রান নিয়ে খেলা শুরু করে ভারত। এরপর ওপেনার মায়াঙ???ক আগারওয়ালের প্রথম ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫০২ রানের বিশাল পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ৩৭১ বল খেলে ২১৫ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ২৮ বছর বয়সী আগারওয়াল।  


আরেক ওপেনার রোহিত শর্মাও খেলেছেন দারুণ। টেস্টে প্রথমবারের মতো ওপেন করতে নেমে আগের দিনই সেঞ্চুরি তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আজ ১১৫ রানে দিন শুরু করা রোহিত থেমেছেন ১৭৬ রানে। কেশব মহারাজের বলে কুইন্টন ডি ককের হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। 



promotional_ad

রোহিত এবং আগারওয়ালের ৩১৭ রানের উদ্বোধনী জুটিই ভারতকে বড় পুঁজির ভিত গড়ে দেয়। এই দুই ব্যাটসম্যান ছাড়া ৩০ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি কোনো বোলারই। ১৮৯ রান খরচায় ৩ উইকেট নেন স্পিনার কেশব মহারাজ। আর একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার, ডেন পিয়েডট, সিনুরান মুতুসামি এবং ডিন এলগার। 


ভারতের পাহাড়সম রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৪ রানের মাথায় ওপেনার এইডেন মার্করামের উইকেটটি হারায় দক্ষিণ আফ্রিকা। রবিচন্দ্র অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ৫ রান করেন এই প্রোটিয়া। 


এরপর ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন তিন নম্বরে খেলতে নামা থিউনিস ডি ব্রুইন। দলীয় ৩৪ রানে ডানহাতি ব্যাটসম্যান ডেন পিয়েডটকে বোল্ড করে সফরকারীদের বিপদ বাড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা। 



পরবর্তীতে ডিন এলগার এবং টেম্বা বাভুমার ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন ২৭ রানে ব্যাট করতে নামবেন এলগার। তাঁর সঙ্গী বাভুমার সংগ্রহ ২ রান। ভারতের পক্ষে ৯ রানে ২ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার অশ্বিন। 


সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংসঃ
 ৫০২/৭ (১৩৬ ওভার) (ডিক্লে) (আগারওয়াল-২১৫,  রোহিত ১৭৬; মহারাজ-৩/১৮৯, এলগার- ১/৪)    


দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ৩৯/৩ (২০ ওভার) (এলগার-২৭*, মার্করাম-৫; অশ্বিন-২/৯, জাদেজা-১/২১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball