promotional_ad

জাতীয় লিগে তরুণদের অনুপ্রেরণা তামিম-মুশফিকরা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরে অংশ নেবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণ তরুণদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন ঢাকা মেট্রোর প্রধান কোচ তালহা জুবায়ের।


ঢাকা মেট্রোর হয়ে এবারের জাতীয় লিগে খেলবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। চট্টগ্রাম বিভাগের হয়ে তামিম এবং মুশফিক খেলবেন রাজশাহীর হয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটারদের সঙ্গে খেলতে উৎসাহী তরুণ ক্রিকেটাররা। তালহা মনে করেন, অভিজ্ঞদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে তরুণ ক্রিকেটারদের।


টানা তৃতীয়বারের মতো ঢাকা মেট্রোর কোচের দায়িত্ব পাওয়া তালহার মতে, ‘এবার জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম দুই রাউন্ড খেলবে। আমার দলে যেমন মাহমুদউল্লাহ খেলবে। আমার অন্যান্য ক্রিকেটাররাও অনেক উৎসাহী এটা নিয়ে।’



promotional_ad

‘দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে আন্তর্জাতিক ক্রিকেটের একজন খেলোয়াড়। ওইদিক থেকে চিন্তা করলে এবারের জাতীয় লিগ অনেক ভালো হবে।’ যোগ করেন জাতীয় দলের হয়ে ৭ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার।


সর্বশেষ ২০১৫ সালে জাতীয় লিগ খেলেছেন তামিম এবং মাহমুদউল্লাহ। সে সময় তামিম চট্টগ্রাম এবং মাহমুদউল্লাহ রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন। ২০১৭ সালে মুশফিকও রাজশাহী বিভাগের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।


এবার এই ক্রিকেটারদের অংশগ্রহণ তরুণ ক্রিকেটারদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশের তরুণ পেসার আবু হায়দার রনিও।


৩২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রনি বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়রা থাকবে। তরুণ ক্রিকেটাররা যখন একজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে খেলবে, অবশ্যই সেটা তাদের জন্য একটা ভালো ব্যাপার। আর এবার তো দেখলাম সব নতুন করে হচ্ছে। আমার কাছে মনে হয় এবারের এনসিএলটা ভালো হবে।’



আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ক্রিকেটারদের জন্য জাতীয় লিগ উপযুক্ত মঞ্চ হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ভারতের বিপক্ষে শুধু টেস্ট সিরিজ খেলবে, তাদের জাতীয় লিগের প্রথম তিন রাউন্ড খেলতে হবে। আর টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রথম দুই রাউন্ডে অংশ নিতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball