promotional_ad

লঙ্গার ভার্সনে আগ্রহ নেই পেসারদের!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে আগামী নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। এই সফরের আগে বরাবরের মতো পেস বোলার সঙ্কটে ভুগছে সাকিব আল হাসানের দল। অবশ্য শুধু এই সিরিজেই নয়, প্রায় প্রতিটা সিরিজের আগে পেসার খেলানো নিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।  


সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও একই পরিস্থিতি দেখা গেছে। কোনো পেসার ছাড়াই এই ম্যাচে খেলতে নামেন সাকিবরা। বাংলাদেশের কোনো পেসারই টেস্টের জন্য নিজেকে সেভাবে গড়ে তুলতে পারেননি। উল্টো টেস্টের প্রতি অনীহা দেখা গেছে অনেক মাঝে। এমনকি ঘরোয়া ক্রিকেটেও লঙ্কার ভার্সন খেলতে চান না বেশির পেসার।


মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদরাও চারদিনের ম্যাচ খেলতে খুব একটা আগ্রহী নন। জাতীয় দলের পেসার সঙ্কটে পড়ার এটা একটি বড় কারণ। তরুণ পেসার আবু হায়দার রনির কথা থেকেও সেটা বোঝা যায়। বাঁহাতি এই পেসার জানালেন, হাতে গোনা কয়েকজন ছাড়া কোনো পেসারই চারদিনের ম্যাচ খেলতে চান না। 



promotional_ad

অন্যান্য পেসারদের চেয়ে অবশ্য ব্যতিক্রম ২৩ বছর বয়সী আবু হায়দার। তাঁর বিশ্বাস টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে হলে চারদিনের ক্রিকেট খেলার বিকল্প নেই। 


আগামী ১০ অক্টোবর শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। এই টুর্নামেন্ট দিয়ে ভারত সফরের আগে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। পেসারদের বড় পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে এই টুর্নামেন্টটি।


আবু হায়দার বলেন, ‘দেখা যাচ্ছে পেস বোলাররা হাতে গোনা তিন চারজন বাদ দিলে অনেকেই লাল বলে খেলতে চায় না। আমরা যারা টেস্ট নিয়ে চিন্তা করি, আমাদের উচিত বেশি বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা।’


জাতীয় লিগে যোগ দেয়ার আগে বিপ টেস্টের বাধা পার করতে হচ্ছে সব ক্রিকেটারের। আবু হায়দারের মতে, বিপ টেস্টে পাস করার পাশাপাশি বোলিং ফিটনেসের প্রতিও জোর দেয়া প্রয়োজন পেসারদের।



জাতীয় দলের হয়ে ২টি ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলা রনির ভাষায়, ‘বোলিং ফিটনেসও অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে আপনি বিপ টেস্টে ১২ পাচ্ছেন কিন্তু চার, পাঁচ ওভার টানা বোলিং করতে পারেন না। এই বোলিং ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ যে টানা আট, নয় ওভার কীভাবে বোলিং করা যায়। এটার জন্য বেশি বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা উচিত বলে আমার মনে হয়।’


আগামী নভেম্বরে ভারত সফর থাকায় জাতীয় লিগের এবারের আসরে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball