promotional_ad

করাচিতে পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে স্বাগতিক পাকিস্তান। আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৯৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় সরফরাজ আহমেদের দল। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানের জয় পেয়েছিল পাকিস্তান।


২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর বড় কোনো দল পাকিস্তান সফরে যায়নি। দীর্ঘ প্রায় দশ বছর পর আবারো পাকিস্তানে খেলতে গেছে শ্রীলঙ্কা।ঐতিহাসিক সিরিজটি জিতে পাকিস্তানে পূর্ণাঙ্গভাবে ক্রিকেট ফেরার উপলক্ষ স্মরণীয় করে রাখলো সরফরাজবাহিনী। 


ম্যাচটির শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক লাহিরু থিরিমান্নে। এরপর খেলতে নেমে ওপেনার দানুশকা গুনাথিলাকার অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে সফরকারীরা। ১৩৪ বলে এক ছক্কা এবং ১৬টি চারের সাহায্যে ১৩৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান গুনাথিলাকা। 


এছাড়াও লোয়ার অর্ডারে দাশুন শানাকা ৪৩ রান করেন। আর থিরিমান্নে এবং মিনোদ ভানুকা উভয়ই ৩৬ রানের ইনিংস খেলেন। ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড়া করায় লঙ্কানরা।



promotional_ad

পাকিস্তানের পক্ষে ৫০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির। আর একটি করে উইকেট পেয়েছেন উসমান শেনওয়ারি, ওয়াহাব রিয়াজ, শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজ।


বড় লক্ষ্য দেয়ার পরও অবশ্য পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার ফখর জামান এবং আবিদ আলি। ৭৪ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে আবিদ ফিরলে এই জুটি ভাঙে। 


এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের আরেকটি বড় জুটি আসে ফখর ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজমের ব্যাট থেকে। যদিও আজ ইনিংস বড় করতে ব্যর্থ হন বাবর। ৩১ রান করে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হন তিনি।


বাবরের ফেরার পর ১৮৯ রানের মাথায় প্রদীপের দ্বিতীয় শিকার হন ফখরও (৭৬)। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ এবং বাঁহাতি ব্যাটসম্যান হারিস সোহেল ৫৫ রানের জুটি গড়েন। ২৪৪ রানের মাথায় অধিনায়ক সরফরাজকে (২৩) বোল্ড করেন লাহিরু কুমারা।


পরবর্তীতে ডানহাতি ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান হারিস। জয়সুরিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।এরপর ইফতিখার এবং ওয়াহাব রিয়াজের ব্যাটে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।



সংক্ষিপ্ত স্কোরঃ 


শ্রীলঙ্কাঃ ২৯৭/৯ (৫০ ওভার) (গুনাথিলাকা-১৩৩, শানাকা-৪৩; আমির-৩/৫০, নেওয়াজ-১/২৪) 


পাকিস্তানঃ ২৯৯/৫ (৪৮.২ ওভার) (ফখর-৭৬, আবিদ-৭৪; প্রদীপ-২/৪৩, জয়সুরিয়া-১/৩৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball