শচিনের মতোই ঘরছাড়া বুমরাহ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
শচিন টেন্ডুলকার তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ২১ টেস্টের মধ্যে ২০টি ম্যাচই দেশের বাইরে খেলেছেন। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের পথেই হাঁটছেন জসপ্রিত বুমরাহ। ক্যারিয়ারে এখনও দেশের মাটিতে টেস্ট খেলতে পারেননি ডানহাতি এই পেসার।
বুমরাহ এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন। সবগুলো ম্যাচই দেশের বাইরে খেলতে হয়েছে তাঁকে। ভারতের আরেক সাবেক তারকা ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ৭ ম্যাচ খেলেছেন দেশের বাইরে।

বুমরাহ তাঁর ১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬২ উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই বুমরাহর দেশের মাটিতে টেস্ট খেলার স্বাদ মিটতে পারত। কিন্তু লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বুমরাহ।
নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ সিরিজের পর বেশ লম্বা সময় পর টেস্ট খেলবে ভারত।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলতে যাবে ভারত। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোষাকে দেখা যেতে পারে বুমরাহকে। ফলে বোঝাই যাচ্ছে ঘরের মাঠে টেস্ট খেলতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে।