স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা লায়নের নতুন মিশন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার নাথান লায়ন। গত কয়েক বছর ধরে দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করে আসছেন ডানহাতি এই স্পিনার। এবার জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিতে চান লায়ন। জানিয়েছেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো হবে।
লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারের মধ্যে লায়ন ষষ্ঠ। ৯১ টেস্ট খেলা অজি এই স্পিনার ৩২.৩০ গড়ে, ৩.০১ ইকোনমিতে ৩৬৩ উইকেট নিয়েছেন। টেস্টে প্রমাণিত ম্যাচ উইনার লায়ন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তেমন সাফল্য নেই তাঁর নামের পাশে।

২৯ ওয়ানডেতে ২৯ উইকেট এবং ২ টি-টোয়েন্টিতে ১ উইকেট আছে তাঁর ঝুলিতে। তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সীমিত ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ হিসেবে নিজেকে তৈরি রাখতে চান লায়ন।
৩১ বছর বয়সী এই স্পিনার বলছেন, ‘আমি অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটেই খেলতে চাই। প্রতিটি নির্বাচিত দলে নিজেকে দেখতে চাই। বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করার পর ব্যাটিংয়ে উন্নতি করা নিশ্চিত করতে হবে আমাকে। যদি দল নির্বাচনে আমাকে এগিয়ে রাখতে পারি, তাহলে কে জানে কী হবে? আমি এখনও শিখছি। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাই, সেটি হবে স্বপ্নের মতো।’
ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালোই সফল লায়ন। ৪০ ম্যাচ ৭.১৭ ইকোনমিতে ৪৯ উইকেট সংগ্রহ করেছেন তিনি। এবার স্পিনার হিসেবে জাতীয় দলের সীমিত ওভারের একমাত্র পছন্দে নিজেকে পরিণত করতে চান লায়ন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আসন্ন সব সীমিত ওভারের সিরিজে দলে থাকতে চান এই অফ স্পিনার। আগামী ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট এবং তিন টি-টোয়েন্টি সিরিজের দলে নিজের নাম আগে রাখতে চান লায়ন। তাহলে বিশ্বকাপের দলেও ডাক পাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।