কোলপাক চুক্তিতে কামিন্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোলপাক চুক্তিতে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের মিগুয়াল কামিন্স। ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ডানহাতি এই পেসার।
মিডলসেক্সের বর্তমান কোচ স্টুয়ার্ট ল'র প্রস্তাবে কামিন্সকে দলে নিতে আগ্রহ দেখায় ক্লাবটি। প্রায় দুই বছর ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পালন করেছেন ল। সেই সময় কামিন্সের সঙ্গে বেশ ভালো সম্পর্কই তৈরি হয়েছিল তাঁর।

মিডলসেক্সের পরিচালক আনগুস ফ্রাসার বলেন, ‘ল’ই আমাদের কামিন্সের ব্যাপারে বলেছিলেন। আমি কামিন্সের ভিডিও দেখেছি। কিন্তু সামনাসামনি তার বোলিং দেখে আরও মুগ্ধ হয়েছি। বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ তার। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সে আউটসুইং করাতে পারে। মিডলসেক্সে সে যতদিন কাটিয়েছে, ড্রেসিংরুমে সে খুবই জনপ্রিয় হয়ে গেছে।'
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ দলে ওয়ানডে অভিষেক হয় কামিন্সের। ২০১৭ সালে শেষবারের মতো জাতীয় দলের রঙিন পোশাকে খেলেন এই পেসার। ৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে মাত্র ১১ ম্যাচ খেলেছেন কামিন্স, যেখানে ৯ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
২০১৬ সালে টেস্ট অভিষেক হওয়া ওয়েস্ট ইন্ডিজের এই পেসার চলতি বছরের আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ছিলেন। এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলেছেন তিনি। ৪০.১৭ গড়ে ২৭ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে কোলপাক চুক্তিতে কাউন্টি খেলতে যান পেসার ফিদেল এডওয়ার্ডস ও রবি রামপাল। এডওয়ার্ডস খেলেন হ্যাম্পশায়ারের হয়ে এবং রামপাল খেলেন ডার্বিশায়ারের হয়ে।