বাংলাদেশ সিরিজে নেই হার্দিক!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে পড়ার সম্ভাবনায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শঙ্কা রয়েছে ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগ পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
২০১৮ এশিয়া কাপে পাওয়া কোমরের ইনজুরি এখনো ভোগাচ্ছে হার্দিককে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্র পিটিআইকে জানিয়েছে, শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে যুক্তরাজ্যে যাচ্ছেন হার্দিক।

আরও জানিয়েছেন, অস্ত্রোপচার করা হলে আগামী বছরের এপ্রিল পর্যন্ত খেলার বাইরে থাকতে হতে পারে ডানহাতি এই অলরাউন্ডারকে। সূত্রের ভাষ্য, 'যুক্তরাজ্যে চিকিৎসক দেখাতে যাচ্ছেন হার্দিক। বাংলাদেশ সিরিজে খেলছেন না তিনি কিন্তু কতদিন খেলার বাইরে থাকবেন সেটা এখনো নিশ্চিত নয়।
'যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর জানা যাবে। অস্ত্রোপচার করা হলে আগামী ২০২০ আইপিএলের আগে পর্যন্ত তাকে পাচ্ছে না ভারত।' যোগ করেছে বিসিসিআইয়ের সূত্র।
কোমরের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে পড়েছেন ভারতীয় ফ্রন্ট লাইন পেসার জাসপ্রিত বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে তাঁর খেলা নিয়েও শঙ্কা রয়েছে।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারের এমন ইনজুরি ভারতীয় দলকে দুশ্চিন্তায় রেখেছে।
আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। যেখানে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দুই দল। ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর।