শ্রীলঙ্কায় মিরাজের আলো ছড়ানোর ম্যাচ ড্র

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির বাধা পেরিয়ে মাঠে গড়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ। চারদিনের ম্যাচ দিয়ে শুরু হয় মুমিনুল হকদের লঙ্কান সফর। যদিও ফল আসেনি প্রথম চারদিনের ম্যাচটিতে। তবে ব্যাট এবং বল হাতে নিজের আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিং করার সুযোগ পেয়ে দলের বিপর্যয়ে ৫৭ রানের ইনিংস খেলেছেন মিরাজ। এরপর বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ এই অলরাউন্ডার।
বৃষ্টির কারণে সূচি এবং ভেন্যু পরিবর্তন করা হলেও ম্যাচের প্রথম দিনই ভেস্তে যায় বৃষ্টিতে। চারদিনের ম্যাচ তিন দিনে পরিণত হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক।
দারুণ শুরু করেন দলের দুই ওপেনার জহুরুল ইসলাম এবং সাদমান ইসলাম। ৯০ রানের জুটি গড়েন তাঁরা। বাঁহাতি ওপেনার সাদমান ৫৩ রানের ইনিংস খেলে আউট হলেও ৯০ রান করেন জহুরুল। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক ব্যর্থ হয়েছেন। শান্ত ৪ এবং মুমিনুল ১১ রান করেন। সৌম্য সরকারও বড় ইনিংস খেলতে পারেননি, ২৪ রান আসে তাঁর ব্যাট থেকে।

মোহাম্মদ মিঠুন এবং মিরাজ হাল ধরেন। মিঠুন খেলেন ৯২ রানের ইনিংস এবং মিরাজ খেলেছেন ৫৭ রানের ইনিংসে। শেষের দিকের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং রামেশ মেন্ডিস।
বোলিংয়ে এসে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। সংগিত কোরে এবং কামিন্দু মেন্ডিসের ১৬৫ রানের জুটিতে দিকহারা হয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। সংগিত ১০৪ রানের ইনিংস খেলে আউট হলেও সফরকারীদের বোলারদের ঘুম হারাম করেন কামিন্দু।
১৬৯ রানের ইনিংস খেলেন তিনে নামা এই ব্যাটসম্যান। এরপর মিডল অর্ডারে প্রিয়ামাল পেরেরার ৬১ রানের ইনিংস ৪৫০ রানের বিশাল সংগ্রহ এনে দেয় স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশের পেসাররা তেমন সুবিধা করতে না পারলেও ভালো ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ সাফল্য পেয়েছেন।
একাই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। খণ্ডকালীন বোলার হিসেবে হাত ঘোরানো মিঠুনও নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন এবং মেহেদী হাসান রানা।
শ্রীলঙ্কাকে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে এক ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। ১ ওভারে ১ রান নেয় বাংলাদেশ। ১ রান নিয়ে অপরাজিত ছিলেন জহুরুল এবং সাদমান অপরাজিত ছিলেন ০ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংস: ১২০.১ ওভারে ৩৬০/১০ (মিঠুন ৯২, জহুরুল ৯০; আসিথা ৩/৫৯, রামেশ ৩/৫৭)।
শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ইনিংস: ১২১.১ ওভারে ৪৫০/১০ (কামিন্দু ১৬৯, সংগিত ১০৪; মিরাজ ৫/১৫০, মিঠুন ২/৩৪)।
বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংস: ১ ওভারে ১/০ (জহুরুল ১*, সাদমান ০*)।