সাঙ্গাকারা এখন এমসিসির সভাপতি

ছবি: ছবিঃ এমসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব পেলেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ক্রিকেটের এই আইন প্রণয়নকারী সংস্থার প্রথম ‘নন-বৃটিশ’ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
অক্টোবরের শুরু থেকে আগামী এক বছর এমসিসির এই শীর্ষ পদের দায়িত্বে থাকবেন সাঙ্গাকারা। চলতি বছরের মে মাসের শুরুতে এমসিসির বার্ষিক সাধারণ সভায় এই লঙ্কান কিংবদন্তিকে সভাপতি নির্বাচিত করা হয়।

সদ্য বিদায়ী সভাপতি অ্যান্থনি রেফোর্ডের স্থলাভিষিক্ত হয়েছেন সাঙ্গাকারা। সাঙ্গাকারা জানিয়েছেন, তিনি এই দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। ক্রিকেটের দারুণ একটি মৌসুমের জন্য কঠোর পরিশ্রম করার আশা ব্যক্ত করেছেন তিনি।
সাঙ্গাকারা বলেছেন, ‘অনেক সম্মানের এমসিসির সভাপতির দায়িত্ব নিয়ে আমি রোমাঞ্চিত এবং আমি আগামী এক বছর ক্রিকেটের দারুণ একটি বছরের জন্য কঠোর পরিশ্রম করবো এমসিসির সঙ্গে। ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার সুযোগ রয়েছে এবং আমরা ক্রিকেটকে ছড়িয়ে দিতে স্থানীয়, জাতীয় এবং বৈশ্বিকভাবে কাজ করব।
খেলোয়াড়ি জীবনেই ২০১২ সালে এমসিসির আজীবন সদস্যপদ পান সাঙ্গাকারা। এর পর থেকেই এই সংস্থাটির সঙ্গে ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।