promotional_ad

ঋদ্ধিমান বিশ্বসেরা উইকেটরক্ষকঃ কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঋদ্ধিমান সাহাকে বিশ্বসেরা উইকেটরক্ষকের তকমা দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে ডাক পেয়েছেন ঋদ্ধিমান। দীর্ঘ সময় পর সম্পূর্ণ ফিট ঋদ্ধিমানকে দলে পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় দলপতি।


ইনজুরির কারণে ২২ মাস দলের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী ঋদ্ধিমান। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেছেন তিনি। এরপর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। সেই বছরের জুলাইয়ে কাঁধের ইনজুরির কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে।



promotional_ad

এরপর ফিট হয়ে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছেন ঋদ্ধিমান। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সাহাকে নিয়ে কোহলির ভাষ্য, ‘ঋদ্ধিমান ফিট আছে এবং সে এই সিরিজে খেলছে। তার উইকেটকিপিং সবাই দেখেছে। সে যখনই সুযোগ পেয়েছে ব্যাট হাতেও দলের জন্য অবদান রেখেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, ইনজুরির কারণে সে দীর্ঘ সময় দলের বাইরে। আমার কাছে সে বিশ্বের সেরা উইকেটরক্ষক।’


বেশ কয়েকটি সিরিজ ধরে তরুণ উইকেটরক্ষক ঋষভ পান্তকে সুযোগ দিয়ে আসছে ভারত। কিন্তু নিজের প্রতিভা মেলে ধরতে বারবারই ব্যর্থই হয়েছেন তিনি। তাই ঋদ্ধিমানকে দলে যোগ করেছে ভারত। কোহলি মনে করছেন এখনই উপযুক্ত সময় তাঁকে দলে ফেরানোর।


‘টেস্টে এখন প্রকৃত উইকেটরক্ষক হিসেবে ফিরে আসবে, সে এ রকমই একজন। চাপের পরিস্থিতিতে সে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আগে। আমি মনে করি করি, এখনই সঠিক সময় তাকে দলে ফিরিয়ে আনার।’ বলেছেন কোহলি।



ভারতের হয়ে ৩২ টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। ব্যাট হাতে ৩০.৬৩ গড়ে ১১৬৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।


উইকেটের পেছনের দায়িত্বও বেশ ভালোভাবে পালন করেছেন তিনি। ৬১ ইনিংসে ৮৫টি ডিসমিসাল এসেছে তাঁর হাত ধরে। যেখানে ৭৫টি ক্যাচ এবং ১০টি স্টাম্পিং করেছেন ঋদ্ধিমান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball