উইকেটের কারণে পিছিয়ে পড়ছেন পেসাররা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) স্পোর্টিং উইকেট (নিরপেক্ষ) করার দাবি জানিয়েছেন মোহাম্মদ শরিফ। গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে ব্যাটিং সহায়ক উইকেট দেয়া হচ্ছে। যে কারণে পেসাররা পিছিয়ে পড়ছেন বলে মনে করেন জাতীয় দলের হয়ে ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা শরিফ।
২০১৮ সালের জাতীয় লিগে ৩০টি সেঞ্চুরি হয়েছে। সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। দুটি করে সেঞ্চুরি করেন সাদমান ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, আব্দুল মজিদ, মিজানুর রহমান এবং সাদিকুর রহমান।

জাতীয় লিগের গত মৌসুমে পেসাররা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। গত আসরে পাঁচ উইকেট পাওয়ার সংখ্যা ২২টি, যেখানে পেসাররা পেয়েছেন ৯টি পাঁচ উইকেট। খালেদ আহমেদ দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। পেসারদের এমন হাল উইকেটের কারণে বলে মনে করছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শরিফ।
ডানহাতি এই পেসারের ভাষায়, ‘এখন সবাই চায় বড় রান করতে। সবাই চায় ১০০ কিংবা ২০০ করতে। গত পাঁচ বছর ধরে দেখেন, আমাদের কতগুলো ডাবল সেঞ্চুরি হয়েছে। তুষার ইমরানের উদাহরণ দেখেন। সে গত দুই বছর মনে হয় এক হাজারের উপরে রান করেছে। তরুণ খেলোয়াড়রাও ভালো করেছে। সাত, আটটি করে সেঞ্চুরি রয়েছে।’
‘আমাদের পাঁচ উইকেটের সংখ্যা কমে গেছে উইকেটের কারণে। আমরা পেস বোলাররা হয়তো আগের মতো উইকেট পাচ্ছি না। এই কারণে ৫ উইকেটের সংখ্যা আগের চেয়ে কমে গেছে। কিন্তু ব্যাটসম্যানদের রানের গতি বেড়ে গেছে। আমি বলব আরেকটু স্পোর্টিং উইকেট বানানো হলে ব্যাটসম্যান, বোলার উভয়ের জন্যই ভালো হবে।’ যোগ করেন ৩৩ বছর বয়সী শরিফ।
তাই আসন্ন জাতীয় লিগে ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্য সমান সুবিধার উইকেট প্রত্যাশা করছেন ১৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯৩ উইকেট পাওয়া মোহাম্মদ শরিফ।