বৈধতা পেল ব্রাথওয়েটের বোলিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিন অলরাউন্ডার ক্রেইগ ব্রাথওয়েট। চলতি বছর ভারতের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ব্রাথওয়েটের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ করেন দায়িত্বরত আম্পায়াররা।
ফলে দ্বিতীয়বারের মতো প্রশ্নবিদ্ধ হয় ব্রাথওয়েটের বোলিং। এরপর ১৪ সেপ্টেম্বর লফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ২৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান। সেই পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, 'তার (ব্রাথওয়েটের) সকল বোলিং অ্যাকশনেই কনুই ১৫ ডিগ্রী লেভেলের মধ্যে থাকে যা আইসিসির নিয়মের পরিপন্থি নয়। তাই সে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে।'
এর আগে ২০১৭ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিযুক্ত হন ব্রাথওয়েট। এর এক মাস পরেই অ্যাকশন শুধরে মাঠে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৮টি টেস্টে ১৮ উইকেট শিকার করেছেন ক্রেইগ ব্রাথওয়েট।
ব্যাট হাতে ৩৩.৭৫ গড়ে ৩ হাজার ৪৭৭ রান সংগ্রহ করেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৮টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সফর। আগামী ডিসেম্বরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাবে তারা।