ফিটনেস টেস্ট দিতে হচ্ছে না মুশফিক-মিরাজদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের আগে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে না জাতীয় দলের দুই তারকা মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজের। সেই সঙ্গে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে না বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার নাজমুল হোসেন শান্তকেও।
কদিন আগেই তাঁরা জাতীয় দলের ক্যাম্পে ফিটনেস টেস্ট দিয়েছেন। তাদের তিনজনই বিপ টেস্টে ১১.৬ এর উপরে পয়েন্ট পেয়েছেন। ফলে জাতীয় লিগের আগে তাদের আর বিপ টেস্ট দিতে হচ্ছে না।

যাদের বিপ টেস্টের ফলাফল ১১.৬ এর নিচে ছিল তাদের আবারও বিপ টেস্ট দিতে হবে। মঙ্গলবার বিপ টেস্ট শেষে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার তুষার হাওলাদার।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'সর্বশেষ জাতীয় দল দিয়েছে, এইচপি দিয়েছে, অনূর্ধ্ব-১৯ ব্যাকআপ প্লেয়াররা দিয়েছে। এদের মধ্যে যারা ১১.৬ দিয়েছে বা এর বেশি তাদের টেস্ট দেয়ার দরকার হয়নি। মুশফিকের দিতে হয়নি, ফরহাদ রেজা, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এদের ফিটনেস টেস্ট দিতে হবে না। ১১.৬ পয়েন্টের কম যারা তাদেরকে দিতে হবে।'
জাতীয় ক্রিকেট লিগের জন্য বিপ টেস্টে ১১ পয়েন্ট বাধ্যতামূলক করেছে বিসিবি। তবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই পয়েন্ট কত হবে তা নিশ্চিত করতে পারেননি তুষার। তিনি জানিয়েছেন জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের সবাইকেই ফিটনেস টেস্ট দিতে হবে।
তুষার বলেছেন, 'আমাদের স্ট্যান্ডার্ড ছিল ১১। আমরা ধরে নিয়েছি এটা। জাতীয় দলে কত হবে এটা আমি নিশ্চিত নই। ১১.৬ যারা দিয়েছে তাদের এই টেস্ট দেয়ার দরকার নেই। ১১.৬ এর নিচে যারা আছে তাদের এটা দিতে হবে। জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ দল যে যেখানেই আছে দিতে হবে।'