promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিটনেসই আসলঃ সঞ্জিত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছেন তরুণ অফ স্পিনার সঞ্জিত সাহা। বারবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। এবার জাতীয় ক্রিকেট লিগে খেলার অপেক্ষায় আছেন ডানহাতি এই স্পিনার।


মঙ্গলবার জাতীয় লিগের জন্য বিপ টেস্ট দিয়েছেন তিনি। ১১.১ পয়েন্ট পেয়ে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছেন সঞ্জিত। বিসিবি জাতীয় লিগের এবারের আসরের জন্য বিপ টেস্টের পয়েন্ট ১১ বেধে দিয়েছে।


promotional_ad

এই পয়েন্ট উৎরাতে না পারলে কেউ জাতীয় লিগে খেলতে পারবেন না। বিপ টেস্টে উত্তীর্ণ হয়ে সঞ্জিত বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে লঙ্গার ভার্সন ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেটে ফিটনেসই আসল।


এ প্রসঙ্গে সঞ্জিত বলেছেন, 'এটা অবশ্যই ভালো স্টেপ বিসিবির। লঙ্গার ভার্সন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিটনেসই আসল। বিসিবির এটা ভালো উদ্যোগ ছিল ১১ পর্যন্ত দেয়া। সব খেলোয়াড়ই খুব ভালো করেছে, ফিটনেস নিয়ে অনেক কাজও করা হয়েছে।'


বিসিবি ক্রিকেটারদের ফিটনেসকে গুরুত্ব দেয়ার দারুণ আনন্দিত সঞ্জিত। এটা ক্রিকেটারদের অনুপ্রাণিত করছে বলে মনে করেন তিনি। ভালো ফিটনেস থাকলে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করা সহজ হবে বলে ধারনা তাঁর।


সঞ্জিতের ভাষ্য, 'এই বিষয় নিয়ে খেলোয়াড়রা খুব উদগ্রীব এবং অনেক অনুপ্রাণিত হয়েছে। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট অনেক ভালো মানের। লঙ্গার ভার্সনের খেলা কমই হয়। সব খেলোয়াড়রাই এটার জন্য উদগ্রীব থাকে এবং এখানে এসে পারফর্ম করতে চায়।'


আগামী ১০ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর জাতীয় ক্রিকেট লিগ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball