ফিটনেস ভালো তো ক্যারিয়ার ভালোঃ রনি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফিটনেস ভালো থাকলে নিজের ক্যারিয়ারেও উন্নতি করা সম্ভব বলে বিশ্বাস করেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার আবু হায়দার রনি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মারের মতে ভালো ফিটনেসের কল্যাণে খারাপ সময়কেও পেছনে ফেলা সম্ভব।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নিতে হলে খেলোয়াড়দের বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পাস মার্ক হিসেবে ১১ ধরা হয়েছে। টুর্নামেন্টটিকে সামনে রেখে এরই মধ্যে বিপ টেস্ট দিয়েছেন আবু হায়দার। ১১.১ পয়েন্ট নিয়ে পাসও করেছেন তিনি।

বিপ টেস্টে পাস করার পর সাংবাদিকদের এই তরুণ পেসার জানান ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি। রনি বলেন, 'আপনার যদি ফিটনেস ভালো থাকে তাহলে ক্যারিয়ার ভালো হবেই। ফিটনেস ভালো থাকলে খারাপ সময়েও ভালো করার সম্ভাবনা বেশি থাকে। আর ফিটনেস খারাপ থাকলে আপনার যখন চাপ আসবে তখন হয়তো ফিটনেসের কারণে সেই পরিস্থিতিটা উৎরাতে পারবেন না।'
ফিটনেস যাচাইয়ের জন্য বিপ টেস্টকে গুরুত্বপূর্ণ মানলেও গেম ফিটনেসের প্রতিও সমান গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন রনি। তাঁর অন্তত খেলার সময় টানা আট থেকে নয় ওভার বোলিং করার সামর্থ্য থাকা উচিত বিপ টেস্টে পাস করা বোলারদের।
রনির ভাষায়, 'আমার কাছে মনে হয় ফিটনেসের জন্য বিপ টেস্ট যেহেতু একটি পরীক্ষা তাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এটি দিয়েই যাচাই করা হচ্ছে কার ফিটনেস কেমন। এটার সাথে সাথে আমি মনে করি মাঠের ভেতরে গেম ফিটনেস বলেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যে এখানে কেউ ভালো করলো কিন্তু সে টানা আট, নয় ওভার বোলিং করতে পারে না। এটাও কিন্তু দেখার ব্যাপার যে বোলিং ফিটনেসটি কেমন। আমি মনে করি সবকিছু মিলিয়ে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।'
জাতীয় লীগে খেলতে এর আগেও বিপ টেস্ট দিতে হতো প্রথম শ্রেণির ক্রিকেটারদের। গত বছর এই টেস্টের পাস মার্ক ছিল ১০। যেখানে ৯ বা সাড়ে নয় স্কোর করেও খেলার সুযোগ পেয়েছেন অনেক খেলোয়াড়। এবার টুর্নামেন্টের মান বাড়াতে পাস মার্ক বাড়িয়েছে বিসিবি।