করাচিতে ফিরেই পাকিস্তানের জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ প্রায় এক দশক পর করাচিতে ফিরেছে ওয়ানডে ক্রিকেট। আর ফেরার এই উপলক্ষ জয় দিয়ে রাঙিয়ে রেখেছে স্বাগতিক পাকিস্তান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের বড় জয় পেয়েছে সরফরাজ আহমেদের দল।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের ৩০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই জয়ে কোচ হিসেবে মিসবাহ-উল-হকের অভিষেকও স্মরণীয় করে রাখলো পাকিস্তান।
ম্যাচটিতে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। এরপর খেলতে নেমে বাবর আজমের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রানের পুঁজি পায় পাকিস্তান। ৪ ছক্কা এবং ৮ চারের সাহায্যে ১০৫ বলে ১১৫ রানের ইনিংস খেলেন ২৪ বছর বয়সী বাবর।
ওপেনার ফখর জামানও অবশ্য কম যাননি। ৬৫ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়াও হারিস সোহেল ৪০ রান করেন এবং ৩২ রানে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ।

পাকিস্তান ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট পেলেও ১০ ওভারে ৬৩ রান গুনেছেন। আর ইসুরু উদানা এবং লাহিরু কুমারা একটি করে উইকেট শিকার করেন।
৩০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বাঁহাতি পেসার উসমান খান শেনওয়ারির বোলিং তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ১০ ওভারে ৫১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে ২৩৮ রানে অল আউট হয় তারা।
শ্রীলঙ্কা হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন শিহান জয়সুরিয়া। ৯৬ রানের ইনিংস খেলে শেনওয়ারির শিকার হওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন তিনি। ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন দাশুন শানাকাও। কিন্তু শেষ পর্যন্ত দলকে জিতিয়ে আসতে পারেননি তিনি। এছাড়াও ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে এসেছে ৩০ রান। বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে রান করতে পারেননি।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একরকম নিষিদ্ধ ছিল। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের মতো দলগুলো এর মধ্যে সফরে গেলেও অন্য কোনো বড় দল সেখানে খেলতে রাজি হয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতিতে পাকিস্তানে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ৩০৫/৭ (৫০ ওভার) (বাবর- ১১৫, ফখর-৫৪; হাসারাঙ্গা-২/৬৩, কুমারা-১/৫৯)
শ্রীলঙ্কা- ২৩৮/১০ (৪৬.৫ ওভার) (জয়সুরিয়া-৯৬, শানাকা-৬৮; শেনওয়ারি-৫/৫১, সাদাব-২/৭৬)